Rainfall: চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, জোড়া ঠেলায় মঙ্গলে দফায় দফায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

সকাল সকাল রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট জানা গেল। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। সপ্তাহের…

সকাল সকাল রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট জানা গেল। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস।

সপ্তাহের দ্বিতীয় দিন থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা হয়ে রয়েছে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বজ্রবিদ্যুৎ, বৃষ্টির পাশাপাশি এবার ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। গতকাল সোমবার কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। যে কারণে কিছুটা হলেও তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। তবে বেশিদিন এই স্বস্তি থাকবে না। নতুন করে পারদ চড়বে বাংলার।

জানা যাচ্ছে, মূলত ঘূর্ণাবর্ত, অন্যদিকে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বাতাসের সঙ্গে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই ভরা চৈত্রে হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে দফায় দফায়। এদিকে বাংলার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, অসম সহ একাধিক রাজ্যে বর্ষণের পূর্বাভাস রয়েছে। পঞ্জাব, হরিয়ানায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।