Nawsad Siddique: ‘আমরা আমাদের মতো ভোটে লড়ব’, স্পষ্ট জানিয়ে দিলেন নওসাদ

ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়ালেন না আইএসএফের নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique)। এর আগে সংযুক্ত মোর্চার জোটে বিধানসভা ভোটে লোড়ে ভাঙড় কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন নওসাদ…

Nawsad Siddique

ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়ালেন না আইএসএফের নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique)। এর আগে সংযুক্ত মোর্চার জোটে বিধানসভা ভোটে লোড়ে ভাঙড় কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন নওসাদ সিদ্দিকি। লোকসভা ভোটের অনেকে আগেই তিনি ঘোষণা করেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে লড়তে উৎসাহী তিনি। অন্যদিকে ১০ মার্চ ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে প্রার্থী করেছে ঘাসফুল। ভোটে দাঁড়ানোর পরই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ডায়মন্ড হারবারে গিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে মিটিং করে পরিস্থিতি সারেজমিনে খতিয়ে দেখেন। ডায়মন্ড হারবারে এখনও প্রার্থী ঘোষণা করেনি বঙ্গ বিজেপি। ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াই হতে চলেছে।

বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে জোট হয়নি। মজনু লস্করকে ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। সিপিএম প্রার্থী করেছে প্রতীকউর রহমানকে। প্রতীক উর রহমান বলেন, ‘আমরা জানতাম ডায়মন্ড হারবারে নওসাদ সিদ্দিকি দাঁড়াবেন। দাঁড়ালে আমরা সমর্থন করতাম।’

আইএসএফের অন্যতম মুখ নওসাদ সিদ্দিকি বলেন, ‘না সিপিএমকে নাচিয়েছ, না লেফট ফ্রন্টকে না কংগ্রেসকে। কংগ্রেস তো অনেক আগেই আমাদেরকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। ভোট শেষ জোট শেষ আমরা বলিনি সিপিএমের সিনিয়র লিডার বলেছিল। আমরা তো জোটের স্বার্থে এতদিন অপেক্ষা করেছিলাম। যখন জোট হয়নি আমরা আমাদের মতো প্রার্থী ঘোষণা ঘোষণা করেছি। আমরা তো আর কারও দ্বারা পেইড না, যে তারা যেটা বলবে সেটা করতে হবে! আমরা স্বতন্ত্র পার্টি, আমরা আমাদের মতো চলব।’