আইএসএলে খারাপ পারফরম্যান্সের পরেই স্টিফেন কনস্ট্যানটাইনকে (Stephen Constantine) নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। সেইমতো এবারের সুপার কাপ শেষ হতেই দল থেকে বিদায় নেওয়ার পথে এই ব্রিটিশ কোচ। তবে এখনো পর্যন্ত লাল-হলুদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তার বিদায়ের কথা। তার মধ্যেই এবার উঠে আসল নয়া তথ্য।
শোনা যাচ্ছে, আগামী মরশুমের জন্য নাকি স্টিফেন কনস্ট্যানটাইনকে দলের দায়িত্ব দিতে চাইছে আইএসএলের একাধিক ক্লাব। তাহলে কি আগামী মরশুমে ও এই জনপ্রিয় ফুটবল লিগে দেখা যাবে এই ব্রিটিশ কোচকে?
ঠিক এমনটাই ইঙ্গিত মিলছে এবার। অন্যদিকে স্টিফেন কনস্ট্যানটাইনের বর্তমান ক্লাব ইস্টবেঙ্গলের আগামী মরশুমের কোচ নির্বাচন ঘিরে এখনো থেকে গিয়েছে ধোঁয়াশা। গত মাস ধরেই তাদের নজর সার্জিও লোবেরার দিকে থাকলেও এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয় তার এজেন্টের তরফ থেকে। এই মুহূর্তে চিনের সিচুয়ান এফসির দায়িত্বে রয়েছেন ভারতীয় ফুটবলের এই সফল কোচ। তাঁকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গলের তরফ থেকে অলআউট ঝাঁপালে ও এখনো পর্যন্ত সেই ক্লাব থেকে এনওসি পাননি তিনি। সেজন্য কোচ সম্পর্কিত এখনো কোনো ঘোষণা করতে পারছে না ইস্টবেঙ্গল।
অপরদিকে শোনা যাচ্ছে, ইমামি ইস্টবেঙ্গলের বর্তমান কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে নাকি আগামী মরশুমের জন্য দায়িত্ব দিতে চায় জোসেফ গাম্বাউয়ের প্রাক্তন ক্লাব ওডিশা এফসি। যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছূ জানানো হয়নি ওডিশা ম্যানেজমেন্টের তরফ থেকে।