মাফিয়া আতিক আহমেদকে (Atiq Ahmed) শহীদের মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন কংগ্রেস নেতা। সেই সঙ্গে আতিক আহমেদকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ারও দাবি উঠেছে। এই অদ্ভুত দাবি করেছেন প্রয়াগরাজের ৪৩ নম্বর ওয়ার্ড (দক্ষিণ মালাকা) থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা রাজ কুমার ওরফে রাজু। তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দল তাকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছে।
এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করার সময়, প্রয়াগরাজ পুলিশ রাজ কুমারকে হেফাজতে নিয়েছে। আতিক ও আশরাফের কবরে তেরঙা পতাকা লাগিয়েছিলেন রাজ কুমার। দুজনকেই শহীদ বলা হয়। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজ কুমার বলেন, যোগী সরকারে আতিক আহমেদকে যেভাবে খুন করা হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ করা উচিত।
कांग्रेस प्रत्याशी ने अतीक अहमद को बताया शहीद#UttarPradesh #Prayagraj #AtiqueAhmed #congresscandidate pic.twitter.com/dk3QmduUl8
— Sweta Gupta (@swetaguptag) April 19, 2023
কেন তেরঙ্গা তোলা হয়নি
পাশাপাশি কংগ্রেস প্রার্থী আতিককে জনপ্রতিনিধি বলে জানান। তিনি শহীদ হয়েছেন। তাকে শহীদের মর্যাদা দিতে হবে। মুলায়ম সিং যদি মরণোত্তর পদ্মবিভূষণ পেতে পারেন, আতিকও সম্মানিত হতে পারেন। তাকে জাতীয় সম্মান দিতে হবে। কেন আতিকের কবরে তেরঙা পতাকা উত্তোলন করা হয়নি। এই সময় তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা কংগ্রেস নেতারা তাঁকে এই ধরনের বক্তব্য দিতে বাধা দিতে দেখা যায়।
টিকিট কাটা কাউন্সিলর প্রার্থীও দলের বাইরে
কংগ্রেস নেতার এই অদ্ভুত দাবির পর তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে দল। প্রয়াগরাজ সিটি কংগ্রেস কমিটি ৬ বছরের জন্য রাজ কুমারকে দল থেকে বহিষ্কার করেছে। চিঠিতে আরও বলা হয়েছে, রাজ কুমারের বক্তব্য তাঁর ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কাউন্সিলর পদে রাজ কুমারের প্রার্থিতাও প্রত্যাহার করা হয়েছে।
राजकुमार रज्जु के अतीक अहमद पर दिये गए बयान से कांग्रेस पार्टी का कोई संबंध नहीं है। यह उनका व्यक्तिगत बयान है।
इस बयान को संज्ञान में लेकर राजकुमार रज्जु को पार्टी से 6 वर्ष के लिए निष्कासित कर दिया गया है। pic.twitter.com/yJ1xmU3Tmw
— UP Congress (@INCUttarPradesh) April 19, 2023
রাজ কুমারকে কবরে তেরঙ্গা উত্তোলন করতে দেখা গেছে
একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে রাজ কুমারের একটি ভিডিও। এতে তাকে আতিকের কবরে গিয়ে তেরঙ্গা উত্তোলন করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এই ভিডিও প্রকাশের পর তিনি মাফিয়া আতিক আহমেদের কাছে শহীদের মর্যাদা ও ভারতরত্ন দাবি করেছেন।