Lok Sabha Election: বহরমপুরে ভোট পিছিয়ে যাচ্ছে? হাইকোর্টের নির্দেশ ঘিরে শোরগোল

পিছিয়ে যেতে পারে বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট (Lok Sabha Election)! আজ, মঙ্গলবার হাইকোর্টের একটি নির্দেশের পর সেই সম্ভাবনাই তৈরি হয়েছে। মুর্শিদাবাদে রামনবমীর দিন বিক্ষিপ্ত অশান্তির…

Calcutta-High-Court

পিছিয়ে যেতে পারে বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট (Lok Sabha Election)! আজ, মঙ্গলবার হাইকোর্টের একটি নির্দেশের পর সেই সম্ভাবনাই তৈরি হয়েছে। মুর্শিদাবাদে রামনবমীর দিন বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে আজ হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণ ভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোট হওয়ার কোনও প্রয়োজন নেই। নির্বাচন কমিশনকে বলব, ওই কেন্দ্রে ভোট স্থগিত করে দিক।

প্রসঙ্গত, ৭ মে তৃতীয় দফায় মুর্শিদাবাদ, জঙ্গিপুর কেন্দ্রে এবং ১৩ মে চতুর্থ দফায় বহরমপুরে ভোট হওয়ার কথা রয়েছে। রামনবমীর দিন মুর্শিদাবাদ জেলায় যে হিংসা হয়েছিল, তা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। সেই মামলায় আদালত রাজ্য সরকারকে হলফনামা আকারে রিপোর্ট জমা দিতে বলেছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বহরমপুর আসনের নির্বাচন স্থগিত রাখতেও নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে পিটিশন দাখিল করা হয়েছিল। পরবর্তী শুনানি ২৬ এপ্রিল। 

সপ্তাহখানেক আগে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রেজিনগর এলাকা। ওই এলাকায় রাম নবমী উপলক্ষে মিছিল বের করা হয়েছিল। সেই মিছিল লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। বোমাবাজির ঘটনাও ঘটে। আহত হয় বেশ কয়েকজন। ওই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লেখেন। নির্বাচন কমিশনেও বিষয়টি জানায় বঙ্গ বিজেপি। 

যদিও মুর্শিদাবাদের হামলা ‘পরিকল্পিত’ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সারা রাজ্যে রাম নবমী হয়ে গেল। আর মুর্শিদাবাদের ঘটনা, আমি যদি বলি পরিকল্পিত ঘটনা! সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলে চলেছে। পরশু দিনের ঘটনা কারা ঘটিয়েছিল? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় পরের দিন গিয়ে প্রথম আক্রমণ করল কারা? বিজেপির বিধায়ক দলবদল নিয়ে গেলেন। রামনবমী মিছিল করতে গিয়েছেন, অস্ত্র নিয়ে যেতে আপনাকে কে বলেছে? রাম নবমীর আগের দিন কেন হঠাৎ করে ডিআইজি-কে সরিয়ে দিলেন? এই পরিকল্পনার জন্য?

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় গোটা দেশের ১০২টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ৭ মে তৃতীয় দফায় বাংলার মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ  এবং জঙ্গিপুরে ভোট হওয়ার কথা রয়েছে। ১৩ মে চতুর্থ দফায় কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল এবং বহরমপুরে ভোট।