Loksabha election 2024: ভূপতিনগরে ‘চকোলেট বোমা’ ফাটার দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার বালুরঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল থেকে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুজনকেই তীব্র আক্রমণ করে। আজ সভা শুরু থেকেই একদম চাঁচাছোলা ভাষায় কথা বলেন…

mamata banerjee

শনিবার বালুরঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল থেকে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুজনকেই তীব্র আক্রমণ করে। আজ সভা শুরু থেকেই একদম চাঁচাছোলা ভাষায় কথা বলেন তিনি। প্রসঙ্গত আজ শনিবার সকালেই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হয়েছেন এনআই-এর আধিকারিকরা। ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে তদন্ত করতে গিয়েছিলেন কয়েকজন আধিকারিক। গ্রেফতার করেছেন দুজন ঘাসফুলের নেতাকে। সেই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর একদম সপ্তমে।

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন তৎকালীন সময়ে নাকি চকোলেট বোমা পড়েছিল ভূপতিনগরে। কিন্তু কী ঘটেছিল তখন ? একটু পিছনে ফিরলেই আমরা দেখতে পাবো,২০২২ সালে ভয়াবহ বিস্ফোরণ হয় ভূপতিনগরে। যার জেরে মৃত্যু হল তিনজনের। উড়ে গিয়েছিল বাড়ির ছাদ। প্রায় দেড় কিলোমিটার দূরে ছিটকে গিয়ে পড়েছিল মৃতদেহ। সেই ঘটনাকে আজ সভাস্থল থেকে তিনি দাবি করলেন, ওটা চকোলেট বোম ফেটেছিল।

এইদিন তিনি এনআইএ আক্রান্ত হওয়ার প্রসঙ্গে আরও বলেন, মুখ্যমন্ত্রী বললেন, ” ওখানে মহিলারা হামলা করেননি। আসলে হামলা করেছে এনআইএ। মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না।”