গো-গ্রিন এন্ড সেভ আর্থের লক্ষ্য নিয়ে ২৪ কিলোমিটারের ম্যারাথনে ২০০ দৌড়বিদ

বাঁকুড়া মর্নিং ওয়াকার্স গ্রূপ এর উদ্যোগে জেলার ক্রীড়াপ্রেমীদের জন্য ক্রিশ্চান কলেজ সংলগ্ন জিলা পরিষদ অডিটোরিয়াম থেকে শুশুনিয়া পাহাড় পর্যন্ত প্রায় ২৪ কিমি ম্যারাথন (Marathon) দৌড়…

Marathon for Go Green save earth project in bankura

বাঁকুড়া মর্নিং ওয়াকার্স গ্রূপ এর উদ্যোগে জেলার ক্রীড়াপ্রেমীদের জন্য ক্রিশ্চান কলেজ সংলগ্ন জিলা পরিষদ অডিটোরিয়াম থেকে শুশুনিয়া পাহাড় পর্যন্ত প্রায় ২৪ কিমি ম্যারাথন (Marathon) দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত হল।  অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ,মেডিকেল সুপারিনটেনডেন্ট ভাইস প্রিন্সিপাল ডাঃ তরুণ কুমার পাঠক, জেলার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অমিতাভ চট্টরাজ, ডাঃ বানীব্রত চ্যাটার্জী, পৌরসভার চেয়ারম্যান আলোকা সেনমজুমদার, আরো বিশিষ্ট ব্যক্তিত্ব বৃন্দ।

সবুজ বন, সবুজ মন, পরিবেশ- সমাজের উৎকর্ষ সাধন (গো গ্রীন এন্ড সেভ আর্থ) সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে আমাদের এই প্রয়াস। প্রায় ২০০ জন প্রতিযোগীর মধ্যে ৪৫ জন মহিলা।পুরুষ ও মহিলা বিভাগের প্রথম দশজন করে কুড়িজনকে (প্রথম তিনজন করে স্থানাধিকারিদের বিশেষ আর্থিক পুরস্কার সহ) পুরস্কৃত করা হয়।

গ্রূপের সদস্যরা বলছেন, ‘সকল প্ৰাত:ভ্রমণকারী ও অন্যান্য সহৃদয় ব্যাক্তির সক্রিয় অংশগ্রহণ, উপস্থিতি,পূর্ণসহযোগিতা আমাদের এই মহৎ কর্মসূচিকে সফল ভাবে রুপায়ন করতে সহযোগিতা করায় আমরা উনাদের কাছে কৃতজ্ঞ।’

সদ্য পুরুলিয়া ১নং ব্লকের, সিন্দরী নিবাসী পরেশ মাহাত মুম্বইএ অনুষ্ঠিত ১০০কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সমগ্র দেশের কাছে নিজের জেলা তথা রাজ্যকে গৌরবান্বিত করেন।