Train Cancel: লাগাতার কৃষক আন্দোলনের জেরে বাতিল ১৭টি ট্রেন

ফের একবার মাথাচাড়া দিয়ে উঠল কৃষক আন্দোলন। আর এই কৃষক আন্দোলনের মাশুল গুনতে হল ভারতীয় রেল এবং সাধারণ রেল যাত্রীদের। লাগাতার আন্দোলনের জেরে আজ ও…

ফের একবার মাথাচাড়া দিয়ে উঠল কৃষক আন্দোলন। আর এই কৃষক আন্দোলনের মাশুল গুনতে হল ভারতীয় রেল এবং সাধারণ রেল যাত্রীদের। লাগাতার আন্দোলনের জেরে আজ ও আগামীকাল বহু ট্রেন বাতিল (Train Cancel) করে দেওয়া হয়েছে বলে খবর। কৃষক আন্দোলনের প্রভাব বাড়ছে উত্তর-পশ্চিম রেলের ট্রেনে।

গত পাঁচ দিনে অর্ধশতাধিক ট্রেন চলাচলের ওপর প্রভাব পরেছে। দৈনিক ট্রেনগুলি হয় বাতিল করা হচ্ছে বা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার কৃষক আন্দোলনের জেরে একদিনে প্রায় ২০টি ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে পঞ্জাব, হরিয়ানাগামী রেল যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিপিআরও ক্যাপ্টেন শশী কিরণের মতে, কৃষক আন্দোলনের সবচেয়ে বড় প্রভাব গত দু’দিনে বেশি দেখা গেছে। কৃষক আন্দোলনের প্রভাব অন্যান্য রেলওয়ে অঞ্চলের তুলনায় বেশি এনডব্লিউআর হচ্ছে। হরিয়ানার কিছু অঞ্চলও এনডব্লিউআর জোনের প্রভাব সীমার আওতায় আসে। এর মধ্যে রয়েছে সিরসা, রোহতক এবং রেওয়ারি। পঞ্জাবে রেললাইন নিয়ে আন্দোলনের জেরে প্রতিদিনই বাতিল হচ্ছে ট্রেন। শুধুমাত্র ২৩ শে এপ্রিল এনডাব্লুআর-এ বাতিল হওয়া ট্রেনের সংখ্যা প্রায় ২০। কয়েক ডজন ট্রেন আংশিক বাতিল করা হয়েছে।

২৩ এপ্রিল এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে
ট্রেন নম্বর ০৪৭৪৩ হিসার-লুধিয়ানা
ট্রেন নম্বর ০৪৫৭২ ধুরি-সিরসা
ট্রেন নং ১৪৬৫৩ হিসার – অমৃতসর
ট্রেন নম্বর ০৪৫৭৩ সিরসা-লুধিয়ানা
ট্রেন নম্বর ১৪৮১৫ শ্রীগঙ্গানগর – ঋষিকেশ
ট্রেন নম্বর ০৪৭৪৫ চুরু-লুধিয়ানা
ট্রেন নম্বর ০৪৫৭১ ভিওয়ানি-ধুরি
ট্রেন নম্বর ০৪৫৭৩ সিরসা-লুধিয়ানা
ট্রেন নম্বর ০৪৫৭৪ লুধিয়ানা-ভিওয়ানি
ট্রেন নম্বর ০৪৫৭৫ হিসার – লুধিয়ানা
ট্রেন নম্বর ০৪৫৭৬ লুধিয়ানা-হিসার
ট্রেন নম্বর ০৪৭৪৩ হিসার-লুধিয়ানা
ট্রেন নম্বর ০৪৭৪৪ লুধিয়ানা – চুরু
ট্রেন নম্বর ০৪৭৪৫ চুরু-লুধিয়ানা

আগামীকাল বুধবার যে যে ট্রেনগুলি বাতিল করা হবে সেগুলি হল ট্রেন নম্বর ১৪৬৫৪ অমৃতসর-হিসার, ট্রেন নম্বর ১৪৬৫৩ হিসার-অমৃতসর এবং ট্রেন নম্বর ০৪৫৭২ ধুরি-সিরসা।