এবারের ISL ফাইনাল ম্যাচ আয়োজনের দৌড়ে তিন শহর

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে। এবারের আসরের ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আভাস দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ…

ISL Final Match this Year

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে। এবারের আসরের ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আভাস দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

আগামী ৪ মে চলতি মরসুমের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু কোথায়, কোন মাঠে? লিগের শীর্ষস্থানীয় দলের হোম গ্রাউন্ডে খেলা হবে বলে জানা গিয়েছে।

১৫ এপ্রিল মোহনবাগান থ্রিলারে মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছিল। প্রাথমিক পর্বে এফসি গোয়া তৃতীয় স্থানে নিজেদের পজিশন বজায় রেখেছিল। অতএব কলকাতা, মুম্বই ও গোয়া এবারের আইএসএল ফাইনাল ম্যাচ আয়োজন করার দৌড়ে রয়েছে। ভেন্যু নিশ্চিত হলেই ম্যাচের টিকিট বিক্রি করার প্রক্রিয়া শুরু হবে।

ওড়িশা এফসি এবং এফসি গোয়া তাদের নকআউট ম্যাচে যথাক্রমে কেরালা ব্লাস্টার্স এফসি এবং চেন্নাইয়িন এফসিকে পরাজিত করে আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আজ ভুবনেশ্বরে প্রথম লেগের সেমিফাইনালে ওড়িশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামীকাল, ২৪ এপ্রিল গোয়ায় সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই সিটি খেলতে নামবে।

প্লে অফের সময় সূচী:
এপ্রিল ২৩: সেমিফাইনাল ১ (প্রথম লেগ)- ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট – (কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর)
২৪ এপ্রিল: সেমিফাইনাল ২ (প্রথম লেগ)- এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি (ফতোরদা স্টেডিয়াম, গোয়া)
এপ্রিল ২৮: সেমিফাইনাল ১ (দ্বিতীয় লেগ)- মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা)
এপ্রিল ২৯: সেমিফাইনাল ২ (দ্বিতীয় লেগ)- মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া (মুম্বই ফুটবল এরিনা, মুম্বই)
* ৪ মে: ফাইনাল – সেমিফাইনাল ১ এর বিজয়ী বনাম সেমিফাইনাল ২ এর বিজয়ী (শীর্ষস্থানীয় দলের হোম গ্রাউন্ড)