Indian Rail:দৈনিক ৮০ হাজার টাকার তোয়ালে চুরি ভারতীয় রেলে, তীব্র ক্ষতির মুখে রেল

দিনের পর দিন ভারতীয় রেলে তোয়ালে চুরি! যার দৈনিক হিসেব প্রায় ৮০ হাজার টাকা। আর চুরি করেছ কে? যে সমস্ত যাত্রীরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়…

Traveling in Third AC with Fast Class Ticket: All You Need to Know

দিনের পর দিন ভারতীয় রেলে তোয়ালে চুরি! যার দৈনিক হিসেব প্রায় ৮০ হাজার টাকা। আর চুরি করেছ কে? যে সমস্ত যাত্রীরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বাতানুকুল কোচে যাত্রা করছেন! শুনলে অনেকটা চমকে ওঠার মতো। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে গড়ে দৈনিক ১০০০ জন রেলের দেওয়া তোয়ালে ফেরৎ দিচ্ছেন না। ব্যাগে ভরে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। প্রতিটি তোয়ালের মূল্য ৮০ টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে রেলকে ৮০ হাজার টাকার লোকসান গুণতে হচ্ছে শুধুমাত্র এই তোয়ালে চুরির কারণে। এর ফলে বিরাট লোকসানের মুখে পড়েছে ভারতীয় রেল।

রেল সূত্রে জানা গিয়েছে ২০২৩-২৪ আর্থিক বছরে টাওয়েল চুরি গেছে ৩ লাখ ৮ হাজার ৫০৫ টি। অর্থাৎ স্রেফ টাওয়েল বাবদ রেলের নেট ক্ষতি ২ কোটি ৪৬ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা। এর ফলে বিরাট ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রেল। শুধু ক্ষতি নয় রেল যাত্রীদের এই আচরণে ভীষণ ক্ষুদ্ধ এবং বীতশ্রদ্ধ।  তারা তোয়ালে না দেওয়ার ভাবনা নিয়েছে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। শোনা যাচ্ছে ইউস এন্ড থ্রো তোয়ালে দেওয়া যেতে পারে যার ফলে এই চুরির ঘটনা থাকবে এবং ক্ষতির হাত থেকেও বাঁচবে ভারতীয় রেল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দূরপাল্লার যাত্রী কলকাতা২৪x৭কে ফোনে জানালেন, ” তোয়ালে তো সামান্য ব্যাপার। অনেক ক্ষেত্রে তো কম্বল বালিশও চুরি করতে দেখেছি।” প্রশ্ন হচ্ছে কবে সচেতন হবে যাত্রীরা? কারণ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বাতানুকুল কামড়ার ভাড়া সাধারণ শ্রেণীর চেয়ে অনেক বেশী। তাই সেই যাত্রীকুল যদি সচেতন না হয় তাহলে রেলের তরফে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ছাড়া উপায় নেই বলে জানা গিয়েছে।