Rajasthan: গোষ্ঠী সংঘর্ষে গরম রাজস্থানে জারি কারফিউ

গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় অশান্ত রাজস্থান। জানা গিয়েছে, রাজস্থানের কারাউলি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে। গত শনিবার সম্বৎসর উপলক্ষ্যে…

গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় অশান্ত রাজস্থান। জানা গিয়েছে, রাজস্থানের কারাউলি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে।

গত শনিবার সম্বৎসর উপলক্ষ্যে বাইক নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। একটি মসজিদ সংলগ্ন এলাকায় মিছিল পৌঁছাতেই শুরু হয় সংঘর্ষ। অভিযোগ, সেই সময়ে মিছিল লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। এদিকে মিছিল থেকে পালটা ইটবৃষ্টিও শুরু হয়। ক্রমশ রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। স্থানীয় দোকানগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মিছিলে অংশ নেওয়া বাইকগুলিতেও অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় কমপক্ষে আহত হন ২৭ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জয়পুর স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মীও।

২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত কারাউলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলাশাসক বলেন, “কারাউলিতে ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ২ ও ৩ এপ্রিল (মধ্যরাত পর্যন্ত) ইন্টারনেটও বন্ধ থাকবে।”

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।