IPL : সন্দিহান ধোনি, তৃতীয় চোখে সন্দেহ প্রমাণিত 

পাঞ্জাব-চেন্নাই ম্যাচে (IPL) তখন চালকের আসনে জাদেজারা। শুরুতেই ২ উইকেট হারিয়ে ধুঁকছে মায়াঙ্করা। আর ধোনিদের সামনে তখন একমাত্র পথের কাঁটা ইংলিশ ম্যান লিয়াম লিভিংস্টোন।  প্যাভিলিয়নে…

পাঞ্জাব-চেন্নাই ম্যাচে (IPL) তখন চালকের আসনে জাদেজারা। শুরুতেই ২ উইকেট হারিয়ে ধুঁকছে মায়াঙ্করা। আর ধোনিদের সামনে তখন একমাত্র পথের কাঁটা ইংলিশ ম্যান লিয়াম লিভিংস্টোন। 

প্যাভিলিয়নে তাঁকে ফেরাতে ম্যাচের সাত নম্বর ওভারের বল ক্যাপ্টেন তুলে দেন প্রোটিয়া অলরাউন্ডার ডোয়েন প্রিটোরিয়াসের হাতে। আর ভরসাযোগ্য প্রিটোরিয়াস ক্যাপ্টেন লিভিংস্টোনের উইকেট উপহারও দিলেন। লেগ স্টাম্পের সামান্য বাইরের বল, লিভিংস্টোনের গ্লান্স করার চেষ্টা ; আর তাতেই কার্যসিদ্ধি। উইকেটের পিছনে দক্ষ-এক্সপিরিয়েন্সড ধোনি। ফলে চিন্তার কিছুই নেই। সেই মতো লিভিংস্টোনের গ্লান্সের চেষ্টা থেকে ক্যাচও উঠল। কুল ধোনি ঝাঁপিয়ে তা ধরলেনও।

তবে ক্যাচ ধরে যতটা উচ্ছ্বসিত তাঁর হওয়ার কথা, ততটা তিনি ছিলেন না। উল্টে ক্যাচ ধরার পর নিজেই স্কোয়্যার লেগ আম্পায়রের দিকে থার্ড আম্পায়রের সাহায্য চাইলেন। আর ক্যামেরায় পরিষ্কার ধরা পড়ল, ধোনি ক্যাচ নিলেও, বল আসলে মাটি ছুঁয়েছে। ফলে নটআউট।

এমন বেনজির সততায় মুগ্ধ কমেন্টেটর থেকে মাঠে উপস্থিত দর্শক। থার্ড আম্পায়রের সিদ্ধান্ত জানানোর আগে ধোনির অভিব্যক্তিই বলে দিয়েছিল পুরো গল্প। ধন্যবাদ মাহি…