আজ থেকে আইলিগ অভিযান শুরু ইন্টারকাশির, এক নজরে গোটা স্কোয়াড

হাতে মাত্র কয়েক ঘন্টা, তারপরেই গোকুলাম কেরালা এফসির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমে আইলিগের মতো টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করতে চলেছে ইন্টারকাশি ফুটবল ক্লাব।…

Interkashi FC

হাতে মাত্র কয়েক ঘন্টা, তারপরেই গোকুলাম কেরালা এফসির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমে আইলিগের মতো টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করতে চলেছে ইন্টারকাশি ফুটবল ক্লাব। বারাণসীর প্রথম ক্লাব হিসেবে এক কথায় বলতে গেলে নয়া ইতিহাস সৃষ্টি করার পথে ইন্টারকাশি। গতকাল সাংবাদিক বৈঠকে আগে দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছেন জামশেদপুর এফসির প্রাক্তন কোচ তথা ইন্টারকাশির বর্তমান কোচ কার্লোস সান্তামারিনা। তার পাশাপাশি সেই বৈঠকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দুই প্রধানের প্রাক্তন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। উল্লেখ্য, এই নয়া মরশুমে পিটার হার্টলির পাশাপাশি অধিনায়ক হিসেবে দেখা যাবে এই বাঙালি ফুটবলারকে। সেই বৈঠক থেকে সান্তামারিনা বলেছিলেন, আমরা এই ক্লাবের হয়ে আইলিগের প্রথম ম্যাচ খেলার জন্য যথেষ্ট উৎসাহী। এটি আমাদের একেবারে প্রথম ম্যাচ হলেও সবাই নিজের সেরাটা দিয়ে জয় পাওয়ার চেষ্টা করবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই একে একে সমস্ত খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করিয়েছে ইন্টারকাশি ম্যানেজমেন্ট। সেখানে প্রথমদিকে হাতে গোনা কয়েকজন ফুটবলারদের নাম থাকলেও পরবর্তীতে ক্রমশ দীর্ঘ হতে থাকে সেই তালিকা। এছাড়াও গতকাল তাদের তরফ থেকে প্রকাশিত হয় নয়া আইলিগ মরশুমের অ্যাওয়ে কিট। অথবা বাইরের মাঠের জার্সি। গতকাল ব্রিটিশ তারকা পিটার হার্টলির পাশাপাশি অরিন্দম ভট্টাচার্যের মতো তারকা ফুটবলারকে দেখা গিয়েছে নয়া জার্সিতে। বলাবাহুল্য, নীল-কালো জার্সিতে যথেষ্ট নজর কেড়েছেন সকলে। এবার এক নজরে দেখা যাক নয়া আইলিগ মরশুমের গোটা স্কোয়াড।

এবারের আইলিগের জন্য গোলরক্ষক হিসেবে ইন্টারকাশি দলে রয়েছেন যথাক্রমে অরিন্দম ভট্টাচার্য, নিখিল ডেকা, শুভম। দলের রক্ষনভাগের ফুটবলার হিসেবে রয়েছে লালরুয়াথারা, অনীল চৌহান, দীপক ডেবরানি,কোজাম বিয়ং, তেজস কৃষ্ণা, সন্দীপ মান্ডি, পিটার হার্টলি, ফেরেইরা, বিজয় ভারগেইস। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন নিকুম গাইমার,টোম্বা সিং হাওবাম, মহম্মদ আসিফ খান, শেহনাজ সিং, জুলিন পেরেজ, জর্ডান লামেলা, বিকাশ সিং, অ্যাঞ্জেলো সিং খইবাম। সেইসাথে ফরোয়ার্ড লাইনে থাকতে চলেছেন, মুহাম্মদ আজসল, সুমিত পাসি, এডউইন লারিন্ডিকা, জ্যাকিচাঁদ সিং, মারিও বারকো, ইসান বিক্রম সিং।