HomeWest BengalKolkata Cityমমতা-অভিষেকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

মমতা-অভিষেকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

- Advertisement -

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রুজু করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

বিচারপতি ইন্দভূষণ মুখোপাধ্যায়ের এজলাসে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। আইনজীবী অনিন্দ্য সুন্দর দাসের অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং অভিষেকের ধারাবাহিক প্ররোচনামূলক মন্তব্যের জেরে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।

   

তিনি বলেন, মুখ্যমন্ত্রী এবং শাসকদলের নেতারা নিজেদের বক্তব্যে যেভাবে হিংসার কথা বলছেন, তাতে তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হোক। আদালত সূত্রের খবর, আজ দুপুরে মামলার শুনানি হতে পারে।

উল্লেখ্য, একই অভিযোগে বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি ইন্দভূষণ মুখোপাধ্যায়ের এজলাসে।

পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসায় মদত দেওয়ার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সুমন সিংহ। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

শুভেন্দুর বিরুদ্ধে যে অভিযোগে বুধবার মামলা দায়ের করা হয়েছিল, সেই একই কারণে এদিন মুখ্যমন্ত্রী এবং অভিষেকের বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular