চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকার থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি। সম্প্রতি কেন্দ্র সরকারের অধীনস্থ সেন্ট্রাল কোল ফিল্ড লিমিটেডের (Central Coal Field Limited) পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রীয় সংস্থার অ্যাডভাইজার পদে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংস্থায় সিভিল অ্যাডভাইজার প্রতি কর্মী নিয়োগ করা হবে। তবে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদ রয়েছে একটি। আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা ব্যাচেলার অফ সায়েন্সের বিএসসি ডিগ্রী থাকতে।
একই সাথে আরো বলা হয়েছে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার স্বীকৃত কোন সংস্থার সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। এতক্ষণ কয়দিন প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
একই সাথে আরো বলা হয়েছে সংশ্লিষ্ট পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের প্রতি মাসে ৭৫ হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকার কাছাকাছি বেতন দেয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করা যাবে অনলাইন মাধ্যমে আগামী ২৯শে জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে।