Manipur Violence: মোদী মুখ খুলতেই নগ্ন মহিলাদের পক্ষে ফাঁসির দাবি মহিলা কমিশনের

মণিপুরের ভয়ঙ্কর ভিডিও (Manipur viral video) সামনে আসার পর থেকে দেশজুড়ে নিন্দার ঝড়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। ভিডিওতে দেখা যায় দু’জন মহিলাকে নগ্ন…

মণিপুরের ভয়ঙ্কর ভিডিও (Manipur viral video) সামনে আসার পর থেকে দেশজুড়ে নিন্দার ঝড়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। ভিডিওতে দেখা যায় দু’জন মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে। ভিডিও দেখে শিহরিত গোটা দেশ। মণিপুরের ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণদিত মামলা রুজু হয়েছে। ঘটনার দু-মাস পর গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। মণিপুর-কাণ্ডে কড়া প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার নিন্দা এবং শোকপ্রকাশ করে নরেন্দ্র মোদী বলেন, ‘মণিপুরে যা হচ্ছে তার জন্য আমি ব্যথিত। আমার হৃদয় ভারাক্রান্ত।’

সমাজের প্রতিটি স্তরের মানুষ গর্জে উঠছে। তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। এমনকি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং জানিয়েছেন দোষীদের ‘মৃত্যুদণ্ডের’ আর্জি জানাবে সরকার। এবার একই সুরে কথা বললেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর। মণিপুরে দুই মহিলার নগ্ন প্যারেড হওয়ার ভাইরাল ভিডিও নিয়ে ভারতীয় জনতা পার্টির নেত্রী এবং জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) সদস্য খুশবু সুন্দর (Khushbu Sundar) দায়ী ব্যক্তির মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন৷ কড়া প্রতিক্রিয়া দিয়ে সংবাদসংস্থা ANI কে খুশবু বলেন, “লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। আমরা এখনও আমাদের দেশে এই ধরনের নৃশংস এবং জঘন্য অপরাধ হতে দিচ্ছি। আমাদের নিশ্চিত করতে হবে যে এই ধরণের ঘটনা আর না ঘটে।“

খুশবু সুন্দর জানিয়েছেন যে NCW এই ঘটনার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “একজন নারী হিসেবে আমি বলব এটা একেবারেই মর্মান্তিক। প্রায় ৩০-৪০ জন দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনা দেখছে এবং দেখে আনন্দ পাচ্ছে, ভিডিও বানাচ্ছে। আমি বুঝতে পারছিনা যে এটা করে তাদের কী লাভ হচ্ছে।“

খুশবু বলেন, “আমার তাদের কাছে একটাই প্রশ্ন, মহিলারা যদি আপনার পরিবারের কেউ হতেন তাদেরও ভিডিও ঠিক এই ভাবে করে যেতে পারতেন? পারতেন না! কারণ তখন আপনার রক্ত ফুটত।“
খুশবু বলেন, “এই মুহূর্তে রাজনৈতিক দোষারক বন্ধ হোক। রাজ্য-কেন্দ্র সংঘাতও বন্ধ হোক। কাউকে দোষ দিতে হলে তা নিজেদের দিতে হবে কারণ আমরা বারবার এমন জিনিস ঘটতে দিচ্ছি।“

মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন তিনি এবং বলেছেন যে এই ধরণের শাস্তি না দিলে মানুষ ঘটনাটাকে হালকাভাবে নেবে। জাতিগত সংঘর্ষে (Manipur Violence) ফের অশান্ত মণিপুর। উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি গত কয়েকমাস ধরে রক্তাক্ত। এবার বিজেপি শাসিত এই রাজ্য থেকে এলো ভয়াবহ আরও এক ছবি। উপজাতি মহিলাদের প্রকাশ্যে নগ্ন করে ঘোরানো হচ্ছে।

এমন একটি ভিডিও প্রকাশের পর মণিপুরের পাহাড়ি এলাকায় উত্তেজনা বেড়েছে। যেখানে দেখা যাচ্ছে যে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে। আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম (আইটিএলএফ) তাদের দুর্দশার কথা তুলে ধরতে ঘোষিত একটি পরিকল্পিত প্রতিবাদ মিছিল করে। তখনই ভিডিওটি ছড়িয়ে পড়েছিল।
ITLF-এর একজন মুখপাত্রের মতে, “ঘৃণ্য দৃশ্। ৪ মে কাংপোকপি জেলায় ক্রমাগত অসহায় মহিলাদের শ্লীলতাহানি করছে। এই নিরপরাধ মহিলারা যে ভয়ঙ্কর অগ্নিপরীক্ষার শিকার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করায় আরও ঘৃণ্য মানসিকতার পরিচয় দেয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

মণিপুরের এই দুই মহিলাকে রাস্তায় নগ্ন করে হাঁটানো হয়। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। এর জেরে নতুন করে পরিস্থিতি গরম। ব্যাপক নিন্দা ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের তরফে। দুই মহিলাকে একটি মাঠে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে একটি আদিবাসী সংগঠন।

আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম (ITLF) এর একটি বিবৃতি অনুসারে, ঘটনাটি গত ৪ মে রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় ঘটেছিল৷ সমতলে সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং পাহাড়ে সংখ্যাগরিষ্ঠ কুকি উপজাতির মধ্যে তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা দেওয়ার দাবি নিয়ে সংঘর্ষের সময় এমন ঘটে।