ওমিক্রন নিয়ে মুখ্যমন্ত্রীদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বৈঠকে করোনার শক্তিশালী রূপ…

Modi

দেশের বিভিন্ন রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বৈঠকে করোনার শক্তিশালী রূপ ওমিক্রন নিয়ে গোটা দেশকেই বার্তা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য দেশের মত ভারতেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই সময়েই দেশকে করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় প্রস্তুত হতে হচ্ছে। তবে করোনার যে কোনও ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান অস্ত্র হল ভ্যাকসিন।

দেশের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্কদের টিকাকরণ হয়েছে। পাশাপাশি, শুরু হয়েছে বুস্টার ডোজ। মোদী বলেন, করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের দ্রুত বুস্টার ডোজের মাধ্যমে টিকাকরণ সম্পন্ন করতে হবে।

দেশের বিভিন্ন রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বৈঠকে করোনার শক্তিশালী রূপ ওমিক্রন নিয়ে গোটা দেশকেই বার্তা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য দেশের মত ভারতেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই সময়েই দেশকে করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় প্রস্তুত হতে হচ্ছে। তবে করোনার যে কোনও ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান অস্ত্র হল ভ্যাকসিন।

দেশের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্কদের টিকাকরণ হয়েছে। পাশাপাশি, শুরু হয়েছে বুস্টার ডোজ। মোদী বলেন, করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের দ্রুত বুস্টার ডোজের মাধ্যমে টিকাকরণ সম্পন্ন করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গত ১০০ বছরে ভারতের বুকে সবথেকে বড় মহামারী আছড়ে পড়েছে। প্রত্যেক দেশবাসী এর বিরুদ্ধে লড়াই করবেন। তার জন্য সকলকে ভ্যাকসিন নিতে হবে। ‘হর ঘর দস্তক’ কর্মসূচির মাধ্যমে ১০০ শতাংশের গণ্ডি পার করতে হবে।

এদিনের বৈঠকে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। নরেন্দ্র মোদী জানান, ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পড়তে হবে এই ভেবে একাংশের টিকাকরণে অনীহা রয়েছে। যারা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার করছে, ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এই অপপ্রচার থেকে সকলকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।’

উল্লেখ্য, আজকের বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথেই উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।