UP Election 2022: উত্তরপ্রদেশে একক শক্তি নিয়েই মাঠে নামবে উদ্ধব ঠাকরের দল

প্রায় একমাস পর উত্তর প্রদেশে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। যোগীরাজ্যের নির্বাচনে ময়দানে নেমেছে শিবসেনাও। তবে কোনও জোট বেঁধে নয় একাই…

প্রায় একমাস পর উত্তর প্রদেশে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। যোগীরাজ্যের নির্বাচনে ময়দানে নেমেছে শিবসেনাও। তবে কোনও জোট বেঁধে নয় একাই নির্বাচনে লড়বে উদ্ধভ ঠাকরের দল। বৃহস্পতিবার এই ঘোষণা করেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত।

বৃহস্পতিবার দলের রণকৌশল পর্যালোচনা করতে লখনউতে একটি বৈঠক হতে পারে শিবসেনার। তবে তার আগেই সঞ্জয় রাউত জানিয়েছেন উত্তর প্রদেশ নির্বাচনে কোনও দলের সাথে জোট করবে না শিবসেনা। আজ কৃষক আন্দোলনের অন্যতম মুখ রাকেশ টিকায়েতের সাথেও দেখা করতে পারেন তিনি।

উত্তর প্রদেশে বিজেপির কথা মাথায় রেখেই নির্বাচনে এতদিন ভাগ নেয়নি শিবসেনা সেকথাও জানিয়েছেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, সমাজবাদী পার্টির সাথে শিবসেনার অনেকদিন থেকেই মতাদর্শে‌ পার্থক্য। নির্বাচনে লড়াই করলে বিজেপির ক্ষতি হতে পারে সেকারণেই পিছিয়ে থাকা। কিন্তু এবার উত্তর প্রদেশে পরিবর্তন প্রয়োজন তাই শিবসেনাও এবার মাঠে নামছে।

আরও পড়ুন: করোনা লুকোতে ফের তৎপর চিন! আক্রান্তদের করা হচ্ছে ‘বাক্সবন্দি’

প্রসঙ্গত, বুধবারই শিবসেনা ঘোষণা করেছে যে তারা উত্তর প্রদেশে ৫০-১০০ টি আসনে লড়বে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফায় যোগী রাজ্যে নির্বাচন শুরু হবে। উল্লেখ্য, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে অযোধ্যা থেকে প্রার্থী করা হতে পারে।