Police: ব্যস্ত ফ্লাইওভারে এলোপাথাড়ি গুলি, প্রাণ গেল এক পুলিশ আধিকারিকের

ব্যস্ত ফ্লাইওভারে এলোপাথাড়ি গুলি। প্রাণ গেল এক পুলিশ (Police) আধিকারিকের। গুলির আঘাতে জখম হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে খবর, হামলাকারীর নাম মুকেশ কুমার। মঙ্গলবার সকালে…

Representative picture

ব্যস্ত ফ্লাইওভারে এলোপাথাড়ি গুলি। প্রাণ গেল এক পুলিশ (Police) আধিকারিকের। গুলির আঘাতে জখম হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে খবর, হামলাকারীর নাম মুকেশ কুমার। মঙ্গলবার সকালে উত্তর-পূর্ব দিল্লির একটি ফ্লাইওভারে নির্বিচারে গুলি চালাতে শুরু করে সে। এর ফলে মৃত্যু হয় দীনেশ শর্মা নামে ওই পুলিশ আধিকারিকের। এরপর আত্মঘাতী হয় ওই আততায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, হামলাকারীর নাম মুকেশ কুমার। মঙ্গলবার সকাল ১১টা ৪৫ নাগাদ সে উত্তর-পূর্ব দিল্লির মিট নগর ফ্লাইওভারে উঠে গুলি চালাতে শুরু করে। সেই সময় ফ্লাইওভার দিয়ে বাইক চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সহকারী কমিশনার দীনেশ শর্মা। দীনেশের বুকে গুলি লাগে। তড়িঘড়ি তাঁকে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা চেষ্টা চালালেও বাঁচানো যায়নি ওই পুলিশ আধিকারিককে।

অমিত কুমার নামে আরেকজনের কোমরে গুলি লাগে। তিনিও বাইক নিয়ে ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এলোপাথাড়ি গুলি চালানো পর মুকেশ একটি অটো থামিয়ে তাতে চড়ে এলাকা থেকে পালানোর চেষ্টা করে। অটোচালক মেহবুব তাকে বাধা দিলে মুকেশ তাঁকে লক্ষ্য করেও গুলি চালায়। ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন ওই অটোচালক। এরপর অটোর ভেতরে বসে নিজের মাথায় গুলি চালায় মুকেশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পুলিশ অটো থেকে একটি 7.65 এমএম পিস্তল উদ্ধার করেছে। ফ্লাইওভারের তিনটি জায়গা থেকে ফাঁকা শেল উদ্ধার হয়েছে। একাধিক বুলেটও পড়ে থাকতে দেখা গিয়েছে। লোকসভা ভোট শুরুর কয়েকদিন আগে রাজধানী দিল্লিতে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঠিক কী কারণে মুকেশ গুলি চালাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুন এবং খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। হামলাকারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে।