Bikaner Express: ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনার আড়ালে দানা পাকছে KLO ষড়়যন্ত্র সম্ভাবনা

নিজেদের চাহিদা মাফিক পৃথক কামতাপুর স্বশাসিত এলাকার দাবিতে সশস্ত্র পথ নেওয়া কেএলও চোরাস্রোত উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে। সেই সূত্র ধরে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমহনি এলাকায়…

Bikaner Express

নিজেদের চাহিদা মাফিক পৃথক কামতাপুর স্বশাসিত এলাকার দাবিতে সশস্ত্র পথ নেওয়া কেএলও চোরাস্রোত উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে। সেই সূত্র ধরে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমহনি এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Bikaner Express) কারণ হিসেবে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির কোনও সংযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

গোপন ডেরা থেকে ভিডিও বার্তায় রাজ্য সরকারকে হুঁশিয়ারি ও রক্তাক্ত হামলার হুমকি আগেই দিয়েছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) প্রধান জীবন সিংহ (তামির দাস)।

Read More: Bikaner Express : গাইসাল স্মৃতি উস্কে দিল ময়নাগুড়ির দুর্ঘটনা

লাইনচ্যুত হয়েছে পাটনা থেকে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। বৃহস্পতিবার বেলা গড়িয়ে শীতের সন্ধ্যা নামার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। ময়নাগুড়ির কাছে লাইন থেকে ছিটকে পড়েছে এক্সপ্রেস ট্রেনটি। ভয়াবহ এই দুর্ঘটনার পর শুরু হয়েছে উদ্ধার। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি নির্দেশে জখম যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী সবকটি হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনা কতটা ভয়াবহ তা বিকানের এক্সপ্রেসের দুমড়ে যাওয়া, ছিটকে পড়া কামরাগুলোর ছবিতেই স্পষ্ট।নিছক দুর্ঘটনা ? সন্দেহ ঘনীভূত। কারণ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএলও সক্রিয়। এই দিকটি খতিয়ে দেখা হচ্ছে।

কেএলও সুপ্রিম কমান্ডার জীবন সিং ২০০৩ সালে ‘অপারেশন অলক্লিয়ার’ এর সময় ভুটানের গোপন ঘাঁটি থেকে পালিয়ে যায়। এরপর আত্মোগোপনে কখনও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তো কখনও মায়ানমার, নেপাল বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ডেরা থেকে সংগঠন পরিচালনা করছে। ভুটান সরকারের সেই জঙ্গি দমন সেনা অভিযানের পর থেকে দীর্ঘ সময় নীরব ছিল জীবন সিংহ।

Read More: Train Accident: উত্তরবঙ্গে বড় ট্রেন দুর্ঘটনা, আহত একাধিক

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিশেষ সক্রিয় কেএলও। বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল ময়নাগুড়িতে কেএলও মিশে আছে জনজীবনে ছদ্মবেশে। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের সর্বত্র তাদের সক্রিয় উপস্থিতি। তাদেরই বিচরণ করা এলাকায় ট্রেনের লাইনচ্যুত হওয়া শুধুই কি দুর্ঘটনা এই নিয়েও প্রশ্ন উঠছে।

তৃণমূল কংগ্রেস সরকারের আমলেই ছাড়া পেয়েছে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে জঙ্গি হামলায় জড়িত কেএলও জঙ্গিরা। তাদের অনেকেই নিখোঁজ। বাম জমানায় কেএলও হামলায় ধূপগুড়িতে ৫ সিপিআইএম কর্মীর মৃত্যু হয়। তবে কেএলও এতে সন্তুষ্ট নয়। গোয়েন্দা বিভাগকে চমকে দিয়ে বিধানসভা ভোটের পরেই ভিডিও বার্তায় তৃতীয়বার টানা সরকার গড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছিল কেএলও প্রধান।