দেখব ওরা কীভাবে অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে পারে: মমতা

বিশ্ব়ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অমর্ত্য সেন এই মুহূর্তে দেশের বাইরে আছেন বলে জানা গিয়েছে।

Awas: Applicant Calls Chief Minister Directly, Secures Residence

বিশ্বভারতী কর্তৃপক্ষ ও নোবেল জয়ী অমর্ত্য সেনের মধ্যে জমি বিতর্ক নিয়ে কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন দেখব ওরা কীভাবে বাড়ি ভাঙতে পারে। আগামী ৬ মের মধ্যে অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ কিন্তু অমর্ত্য সেন বিদেশে থাকার কারণে জমি বিবাদ কিছুতেই কমছে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, আমি ওদের ঔদ্ধত্য দেখছি। ওরা নাকি অমর্ত্য সেনের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে। ওরা যদি অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে আসে, আমি গিয়ে সেখানে বসে থাকব। আমিও দেখব ওরা কীভাবে অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে পারে। আমি দেখতে চাই, কার শক্তি বেশি, মানুষের নাকি বুলডোজারের।

   

সম্প্রতি অমর্ত্য সেনকে নোটিশ ধরিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে আগামী ৬ মের মধ্যে ১৩ ডেসিমেল জমি খালি করার নির্দেশ দিয়েছে বিশ্বভারতী।বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে, অনুমোদিত দখলদার উচ্ছেদ আইন ১৯৭১ ধারা ৫ এর উপধারা ১এর অধীনে ক্ষমতা প্রয়োগ করে ফেরানো হবে ১৩ ডেসিমেল জমি। প্রয়োজনে বল প্রয়োগ করে জমি উদ্ধার করা হবে।

অমর্ত্য সেনের জমি বিতর্কের মাঝেই নোবেলজয়ী অর্থনীতিবিদকে জমি ইস্যুতে হেনস্থা না করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই আবেদন জানিয়ে বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদিকে খোলা চিঠি দেন বিশিষ্টজনরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন