Man Ki Baat: “মন কি বাত”-এর ১০০ পর্বের সরাসরি সম্প্রচার হবে কমিউনিটি রেডিও স্টেশনগুলিতে

আগামী ৩০ এপ্রিল ১০০ পর্বে পা দিতে চলেছে নরেন্দ্র মোদির রেডিও শো (Man Ki Baat) মন কি বাত। বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে প্রসার ভারতীর উদ্যোগে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ১০০ জন বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Modi_man ki bant

আগামী ৩০ এপ্রিল ১০০ পর্বে পা দিতে চলেছে নরেন্দ্র মোদির রেডিও শো (Man Ki Baat) মন কি বাত। বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে প্রসার ভারতীর উদ্যোগে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ১০০ জন বিশিষ্ট ব্যক্তিত্বরা।

বলিউড থেকে হাজির ছিলেন আমির খান ও রবিনা টন্ডন। এই সম্মেলনেই প্রধানমন্ত্রীর মন কি বাতের প্রশংসায় পঞ্চমুখ আমির।আমির খান বলেন, ‘দেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের এই যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ।’

আমির আরও জানান, ‘যেখানে একজন নেতা দেশ নিয়ে তাঁর ভবিষ্যত্‍ চিন্তা, জনগনের সমর্থনের প্রাসঙ্গিকতা ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরেন।’

আমিরের কথায়, দেশবাসীর সমস্যা শোনা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ওঁর নিজস্ব একটা স্টাইল রয়েছে। আমার তো মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এপ্রিলের শেষ দিন, আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi ১০০তম ‘মন কি বাতে’র সরাসরি সম্প্রচার করার জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হল সমস্ত কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে।

গত কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান নিয়ে প্রচার তুঙ্গে। একটি ১০০ টাকার মুদ্রার সিরিজও প্রকাশ করা হবে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে। ওই বিশেষ মুদ্রাগুলিতে মোদির রেডিও শোয়ের লোগো ও টাইটেল থাকবে।