Municipal Election: মেয়রের কুর্সিতে কে? বিধাননগরে টক্কর সমানে সমানে

বিধাননগর পুরনিগম এ বছর ফের তৃণমূলের দখলে। আর তার পর থেকেই জল্পনা, কে বসবেন মেয়রের কুরসিতে। প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং সব্যসাচী দত্ত, দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়র কালীঘাটের বাড়িতে গিয়েছেন বলে খবর। ফলে দুই হেভিওয়েট এই নেতার মধ্যে কাকে মেয়র পদে দেখা যাবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এ বছর বিধাননগরে ২৯ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী। ৩১ নম্বর ওয়ার্ডে জিতেছেন সব্যসাচী দত্ত। দু’জনেই আগে এই পুরনিগমের দায়িত্বভার সামলেছেন।তাই দুজনেরই পাল্লা ভারী। বিশেষত দুজনেরই মমতার কালীঘাটের বাড়িতে সাক্ষাত করতে যাওয়ার পর উসকে উঠেছে জল্পনা। জানা গিয়েছে, ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করেছেন সস্ত্রীক সব্যসাচী। এরপর তিনি যান ফিরহাদ হাকিমের বাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিলেন তিনি। অনেকেই মনে করছেন, পুরনো সম্পর্ক ঝালিয়ে নিতে চাইছেন সব্যসাচী। তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে দেখা করে নিজের মেয়র হওয়ার রাস্তা সাফ করতে চাইছেন তিনি। অন্যদিকে জয়ের পর কৃষ্ণা চক্রবর্তীও মমতার কালীঘাটের বাড়িতে যান।

   

প্রসঙ্গত, কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যার সম্পর্ক অনেক পুরনো। একটি সাক্ষাতকারে তৃণমূল সুপ্রিমো বলেছেন, তিনি সাংসদ হয়ে দিল্লি যাওয়ার সময় থেকে কৃষ্ণা তাঁর সঙ্গী। যদিও সেই সম্পর্কের আঁচ রাজনৈতিক ক্ষেত্রে পড়বে না বলেই মনে করে দলের একাংশ। তাদের মতে সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন দলনেত্রী। সব্যসাটী ও কৃষ্ণা, দুজনেই সাফল্যের সঙ্গে মেয়রের দায়িত্ব আগে সামলেছেন। ফলে লড়ইটা এবার সমানে সমানে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন