একটা লোককে হত্যা করা হলো, কেকে’র মৃত্যু নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ

KK walked by himself while going to the hotel

নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে মারা গেছেন বিখ্যাত বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ৷ অতিরিক্ত ভিড় কারণেই অস্বস্তি, সেখান থেকেই ধীরে ধীরে মৃত্যুর কোল মাথা রেখেছিলেন কেকে! নাকি এটা বড়সড় কার্ডিয়াক অ্যারেস্ট? এবিষয়ে তদন্তের জন্য সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি৷ এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, একটা লোককে হত্যা করা হল। বাংলায় এসে লোকটা বেঘোরে মরে গেল। উনি অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চাইছিলেন। এটা কোনও কলেজের প্রোগ্রাম নয়, তৃণমূলের প্রোগ্রাম। জোর করে একের পর এক গান গাইয়েছে।

দিলীপ ঘোষকে সম্প্রতি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নিষেধ করেছে। কারণ, দলীয় সাংগঠন নিয়ে সরব হয়েছিলেন তিনি। নেতাদের সমালোচনা করছিলেন। এরপরই সেন্সর করা হয় দিলীপ ঘোষকে।

Advertisements

তবে এবার ফের তিনি সরব। সঙ্গীত শিল্পী কে কে’র মৃত্যুতে রাজনৈতিক রঙ চডিয়ে দিচ্ছেন বলে অভিযোগ আসতে শুরু করেছে।

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আসলে মৃত্যুকে নিয়ে কুৎসিত রাজনীতি করছে বিজেপি৷

ময়নাতদন্তের রিপোর্টে বলা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কেকের৷ শারীরিক অসুস্থতার কারণে নাকি এর পিছনে অন্য কোনও সত্যি লুকিয়ে আছে, তা জানার জন্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল। সেই তদন্ত করছে কলকাতার নিউমার্কেট থানার পুলিশ।

Advertisements