East Bengal : ইনভেস্টরের অভয় বার্তা, এবার ঝড় তুলতে পারে ইস্টবেঙ্গল

দুই তরফের কর্তাদের মধ্যে হয়েছে বৈঠক। বুধবার এক টেবিলে বসেছিল ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইমামি (Emami)। আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে…

দুই তরফের কর্তাদের মধ্যে হয়েছে বৈঠক। বুধবার এক টেবিলে বসেছিল ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইমামি (Emami)। আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে দলবদলের বাজারে এবার ঝড় তুলতে পারে ইস্টবেঙ্গল ক্লাব।

গতকাল ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তারা বৈঠকে বসেছিলেন। আগামী মরশুমে ভালো কিছু করার ব্যাপারে দুই পক্ষ বদ্ধপরিকর বলে খবর। কোম্পানির তরফে ক্লাব কর্তাদের অভয় বার্তা দেওয়া হয়েছে।

ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে নিশ্চিত করেছে লাল হলুদ। ভালো দল গঠন করতে হলে আরও ফুটবলার দরকার। প্রি-কনট্র্যাক্ট কাগজ অনেকের কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে। সই হওয়া বাকি। বিনিয়োগকারীর তরফে সবুজ সংকেত পাওয়ার পর সেই কাজটিও এবার খুব তাড়াতাড়ি হবে বলে মনে করা হচ্ছে।

ক্লাব এবং কোম্পানির মধ্যে ইতিবাচক আলোচনার হলেও সই এখনও বাকি রয়েছে। এখনও পর্যন্ত যা গতিবিধি তাতে শ্রী সিমেন্ট পর্বের মতো হয়তো জটিলতার সম্মুখীন ক্লাবকে হতে হবে না। সব মিলিয়ে দল বদলের বাজারে প্রিয় ক্লাব ঝড় তুলতে পারে, এমনটা আশা করতে পারেন লাল হলুদ সমর্থকরা।