East Bengal Club : বেঙ্গালুরু থেকে এই বাঙালি ডিফেন্ডারকে দলে নিল ইস্টবেঙ্গল

নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal Club)। বিগত মরসুমগুলির ব্যর্থতা ঝেড়ে ফেলতে এবার যেন মরিয়া ক্লাবকর্তারা। আর সেই কারণে…

নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal Club)। বিগত মরসুমগুলির ব্যর্থতা ঝেড়ে ফেলতে এবার যেন মরিয়া ক্লাবকর্তারা। আর সেই কারণে বিপক্ষের ঘর ভেঙে নিজেদের দলকে শক্তিশালী করতে উঠে-পড়ে লেগেছে লাল-হলুদ শিবির।

হাতে গোনা যে কয়েকজন বাঙালি ডিফেন্ডার সম্প্রতি নজর কেড়েছেন, তার মধ্যে খুব ওপরের দিকেই থাকবে সার্থক গোলুইয়ের নাম। মোহনবাগানের জার্সি গায়ে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন এই বঙ্গ ডিফেন্ডার। ২০১৭-১৮ মরসুমে পুনে সিটি হয়ে আইএসএলে অভিষেক হয় তাঁর। প্রথম মরসুমেই পুনে ম্যানেজমেন্টের আস্থার দাম রেখেছিলেন সার্থক। সেবার দলকে সেমিফাইনালে তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সার্থক। এরপর মুম্বই সিটি এফসি ঘুরে লাল-হলুদ জার্সি গায়ে চাপান তিনি।

ইস্টবেঙ্গলের হয়ে অবশ্য খুব বেশিদিন খেলার সুযোগ হয়নি তাঁর। মোটা অঙ্কের চুক্তিতে পাড়ি দিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে। সেখানেও দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। ফলে ঘরের ছেলেকে আবার ঘরে ফিরিয়ে আনার উদ্যোগ নিল শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব।

জানা গিয়েছে, সার্থকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে লাল-হলুদ। সার্থককে দলে টেনে ইস্টবেঙ্গল যে নিজেদের ডিফেন্সের শক্তি অনেকটাই বাড়িয়ে নিল, তা আর বলার অপেক্ষা রাখে না।