BSF: KLO বিচ্ছিন্নতাবাদী হুমকি আছে, ২৬ জানুয়ারি উপলক্ষে উত্তরবঙ্গ সীমাম্তে সতর্কতা

রাজ্য সরকারকে রক্তাক্ত হুঁশিয়ারি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (KLO)। শুক্রবার উত্তর দিনাজপুরে পার্সেল বোমা বিস্ফোরণের পর নাশকতার আশঙ্কা আরও তীব্র। আসন্ন সাধারণতন্ত্র…

রাজ্য সরকারকে রক্তাক্ত হুঁশিয়ারি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (KLO)। শুক্রবার উত্তর দিনাজপুরে পার্সেল বোমা বিস্ফোরণের পর নাশকতার আশঙ্কা আরও তীব্র। আসন্ন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে উত্তরবঙ্গ জুড়ে বাংলাদেশ সীমাম্ত বরাবর তাই বিএসএফ (BSF) নজরদারি বাড়ল।

উত্তরবঙ্গের সবকটি জেলায় পুলিশ ও জেলা প্রশাসনও সতর্ক। বাংলাদেশ সংলগ্ন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের পূর্বাংশ, কোচবিহারের আন্তর্জাতিক সীমাম্তে বিএসএফ বিশেষ সতর্ক। একইভাবে নেপাল লাগোয়া দার্জিলিংয়ের পশ্চিমাংশ, ভুটান লাগোয়া জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার সীমাম্তেও এসএসবি, সশস্ত্র বাহিনী সতর্ক আছে। আশঙ্কা বাংলাদেশ, নেপাল, ভুটান সীমান্ত লাগোয়া উত্তরবঙ্গে কামতাপুর বিচ্ছিন্নতাবাদীরা নাশকতা ঘটাতে পারে।

একুশের বিধানসভা ভোটের ফলাফল ঘোষিত হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কেএলও প্রধান জীবন সিংহ হামলার হুমকি দেয়। সেই ভিডিওতে বিচ্ছিন্নতাবাদী নেতা জীবন সিংহ খোলামুখে এসেছিল। আন্তর্জাতিক এই জঙ্গির খোঁজ পেতে মরিয়া ভারত বাংলাদেশ, নেপাল ও ভুটান সরকার। তবে জীবন সিংহ নিখোঁজ।

২০০৩ সালে ভুটানের মাটিতে অপারেশন অল ক্লিয়ার অভিযান হয়। ভুটান সরকারের এই অভিযানের পর থেকেই ভারত বিরোধী ৬টি সশস্ত্র সংগঠনের নেতারা প্রতিবেশি বাংলাদেশ, মায়ানমার ও চিনে আশ্রয় নেয়। জীবন সিংহের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে জঙ্গি হামলা চালিয়ে ৫ সিপিআইএম কর্মীকে খুনের মামলা রয়েছে। যদিও এই মামলায় ধৃত প্রথম সারির কেএলও নেতারা পরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জামিন পায়। জামিনে মুক্তির পর তারা পলাতক।