Bangladesh: উপাচার্যের পদত্যাগ দাবিতে বাংলাদেশে পড়ুয়াদের লাশ মিছিল

বাংলাদেশে (Bangladesh) ছাত্র আন্দোলনের অভিনব মুহূর্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। উপাচার্যের পদত্যাগের দাবিতে পড়ুয়ারা প্রতীকী লাশ নিয়ে মিছিল করলেন। গত কয়েকদিন ধরেই…

Bangladesh

বাংলাদেশে (Bangladesh) ছাত্র আন্দোলনের অভিনব মুহূর্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। উপাচার্যের পদত্যাগের দাবিতে পড়ুয়ারা প্রতীকী লাশ নিয়ে মিছিল করলেন।

গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন উত্তপ্ত। অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সাধারণ সুযোগ থেকে বঞ্চিত করছে। পরিস্থিতি তীব্র আকার নেয় পুলিশ আন্দোলনকারীদের উপর রাবার বুলেট নিক্ষেপের ঘটনায়।

Bangladesh

প্রতিবাদে অনশন শুরু করেছেন শাবিপ্রবি পড়ুয়ারা। শনিবার আন্দোলন বিক্ষোভের মাঝে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেন তারা। উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমদের পদত্যাগ বা অপসারণ ছাড়া আন্দোলন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণায় অনড় তারা।

পড়ুয়ারা বলছেন, এরকম ভিসি আমরা চাই না। আন্দোলনরতম ২৪জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবুও ভিসি পদত্যাগ করছেন না। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন ভাঙবে না, প্রয়োজনে তারা নিজেদের জীবন বিসর্জন দেবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা পড়ুয়াদের মধ্যে ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন ১২ পড়ুয়া সেখানেই অনশন চালিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের খাবারের খারাপ মান, অব্যবস্থাপনা ও দুর্ব্যবহারের অভিযোগে তিন দফা দাবিতে গত ১৩ জানুয়ারি রাত থেকে বিক্ষোভ চলছে। গত রবিবার উপাচার্য ফরিদউদ্দিন আহমদকে ঘেরাও করা হয় । পুলিশ ও বিক্ষোভকারী পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ হয় পুলিশ রাবার বুলেট চার্জ করে। এক অধ্যাপক জহিরউদ্দিন আহমেদ গুলিবিদ্ধ হন। এরপর পুলিশ উপাচার্যকে বের করে তার বাসভবনে নিয়ে যায়। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকেই পড়ুয়ারা উপাচার্যের পদত্যাগের দাবিতে নামেন।