UP Election 2022: কঠিন ভোটে দুয়ারে দুয়ারে অমিত শাহ

হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে শুরু হবে বিধানসভা ভোট(Assembly election 2022)। আসন্ন এই ভোটকে কেন্দ্র করে জমে উঠেছে রাজ্য…

হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে শুরু হবে বিধানসভা ভোট(Assembly election 2022)। আসন্ন এই ভোটকে কেন্দ্র করে জমে উঠেছে রাজ্য রাজনীতি। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি।

প্রশ্ন উঠছে এবারও মসনদে বহাল থাকবেন যোগী? নাকি ঘুরবে হাওয়া? তা হয়তো সময়ই বলবে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) শনিবার উত্তরপ্রদেশের কৈরানা থেকে বিজেপির বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু করেছেন। শহরটি পশ্চিম ইউপির শামলি জেলায় অবস্থিত।

   

এদিন অমিত শাহ বলেছেন, “আজ আমি এখানে কৈরানায় আছি… আমি এর আগে ২০১৪ সালে কৈরানায় এসেছিলাম। ২০১৭ সালে বিজেপি সরকার গঠন করে এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন। নরেন্দ্র মোদী ও যোগী সরকার রাজ্যের জনগণকে রাস্তা, বিমানবন্দর, বিদ্যুৎ, কোভিড-১৯ ভ্যাকসিন এবং আরও অনেক সুবিধা দিয়েছে। ইউপি আগামী দিনে সবচেয়ে উন্নত রাজ্যে পরিণত হবে।”

এদিন তিনি আরও বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জনগণের উচিত আরও একবার বিজেপি-কে ভোট দেওয়া।’ উত্তরপ্রদেশে মোট সাত দফায় ৪০৩টি বিধানসভা আসনের ভোটগ্রহণ শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে। উত্তরপ্রদেশে সাত দফা অর্থাৎ ১০, ১৪, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে ১০ মার্চ।