বিদ্যালয়ে ছুটির মেয়াদ বৃদ্ধিতে বিপাকে মমতা সরকার, জনস্বার্থ মামলা

স্কুল ছুটি মেয়াদ বৃদ্ধি নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলাটি দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সিমিতি। আদালতের কাছে জানানো হয়েছে, এমনিতেই দুই বছর…

স্কুল ছুটি মেয়াদ বৃদ্ধি নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলাটি দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সিমিতি।

আদালতের কাছে জানানো হয়েছে, এমনিতেই দুই বছর ধরে করোনার কারণে বন্ধ ছিল স্কুলের পঠনপাঠন। এখন আবার গরমের ছুটি ৪৫ দিন বাড়ানোয় ক্ষতি পড়ুয়াদের হবে। মামলার শুনানি ৫ মে।

সম্প্রতি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্রবল তাপপ্রবাহের কারণে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসে রাজ্য শিক্ষা দফতর। ২ মে থেকে রাজ্যের সমস্ত স্কুল ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আবহাওয়ার পুর্বাভাস, ২ মে থেকে রাজ্যে তাপপ্রবাহ অনেকটা কমতে পারে। এতেই মনে করা হচ্ছে দীর্ঘদিন পর স্কুল খুললেও ফের ছুটি ঘোষণা করায় ক্ষতি পড়ুয়াদের হবে।

এ প্রসঙ্গে তুলে ধরা হয়েছে ওড়িশার প্রসঙ্গ। যেখানে ৩০ দিনের ছুটিতে আরও দশ দিন কমিয়ে দেওয়া হয়েছে। ২ বছর পর স্কুল খুললে ধীরে ধীরে গতি পাচ্ছে পড়াশুনা। তাই স্কুলের ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে নবীন পট্টনায়কের সরকার। একই দাবিতে এদিন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

এর আগে সরকারকে স্কুল ছুটির সিদ্ধান্তে পুনরায় বিবেচনার আর্জি জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য ছিল, উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতো এক নয়। তাই সরকার ভেবে দেখুক বিষয়টি।