Kaali Documentary: মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি করলেন BJP রাজ্য সভাপতি

পরিচালক লীনা মণি মণিমেকলেইয়ের তথ্যচিত্র ‘কালী’ (Kaali Documentary) এর একটি পোস্টারকে কেন্দ্র করে বিতর্কে পড়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তাঁর মন্তব্য সনাতন হিন্দু ধর্মের…

পরিচালক লীনা মণি মণিমেকলেইয়ের তথ্যচিত্র ‘কালী’ (Kaali Documentary) এর একটি পোস্টারকে কেন্দ্র করে বিতর্কে পড়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তাঁর মন্তব্য সনাতন হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে এমন অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকাম্ত মজুমদার। তিনি অবিলম্বে মহুয়া কে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

পড়ুন: ‘কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান’ এ মন্তব্য মহুয়ার ব্যক্তিগত: TMC

ট্যুইট করে বালুরঘাটের বিজেপি সাংসদ ও দলটির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, দেবী কালীকে সনাতন ধর্মে অ্যালকোহল এবং মাংস ভক্ষণকারীদেবী রূপে উপাসনা করা হয় না। মা কালী হিন্দুদের কাছে যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশকারী শক্তির প্রতীক রূপে পুজিত হয়ে আসছেন। মহুয়া মৈত্রের মা কালী সম্পর্কে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কালী তথ্যচিত্রের নিয়ে বক্তব্যের মাঝে দেবী কালীকে নিয়ে মহুয়া মৈত্র বলেন, আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান। আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে আপনার ঈশ্বরীকে কল্পনা করার। কয়েকটি স্থানে তো দেবতাদের উদ্দেশ্যে হুইস্কি উৎসর্গ করা হয়। আমাদের এখানে কালীকে এভাবেই কল্পনা করি।

পড়ুন: Mythology: কী করে হয়েছিল কালীর জন্ম, জেনে নিন

সাংসদ মহুয়া মৈত্রর এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। চাপে পড়ে তৃণমূল কংগ্রেসেরর তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়েছে, একটি অনুষ্ঠানে মা কালী কে নিয়ে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন তা একান্ত ব্যক্তিগত। দল এধরনের কোনও বক্তব্যকে সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর কড়া নিন্দা জানায়।

বিতর্ক উস্কে দিয়ে তৃণমূল সাংসদের গ্রেফতারির দাবিতে সরব বিজেপি৷ শুধু সুকান্ত মজুমদার নয়, সাংসদ মহুয়া মৈত্রকে গ্রেফতারির দাবিতে সরব হন বিজেপি নেতা তথাগত রায়৷