‘কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান’ এ মন্তব্য মহুয়ার ব্যক্তিগত: TMC

বিতর্কে নেমে অনড় সাংসদ মহুয়া মৈত্র। তিনি দাবি করেছেন, দেবী কালী নিয়ে যা বলেছেন তাতে হিন্দু ধর্মে আঘাতের কোনও উদ্দেশ্য নেই। এ প্রসঙ্গে সাংসদ প্রমাণ…

Mahua Moitra

বিতর্কে নেমে অনড় সাংসদ মহুয়া মৈত্র। তিনি দাবি করেছেন, দেবী কালী নিয়ে যা বলেছেন তাতে হিন্দু ধর্মে আঘাতের কোনও উদ্দেশ্য নেই। এ প্রসঙ্গে সাংসদ প্রমাণ হিসেবে তারাপীঠে দেবীর ভোগে মদের ব্যবহার উল্লেখ করেছেন। তবে তাঁর মন্তব্য ‘কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান’ দলগতভাবে সমর্থন করছে না (TMC) তৃণমূল কংগ্রেস। জানানো হয়, এই মন্তব্য মহুয়া মৈত্রের ব্যক্তিগত।

পরিচালক লীনা মণি মণিমেকলেইয়ের তথ্যচিত্র ‘কালী’ নিয়ে বিতর্ক প্রবল। পরিচালকের পাশে দাঁড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান। আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে আপনার ঈশ্বরীকে কল্পনা করার। কয়েকটি স্থানে তো দেবতাদের উদ্দেশে হুইস্কি উৎসর্গ করা হয়।

সাংসদের এহেন মন্তব্যে স্যোশাল মাধ্যমে কটাক্ষের ঝড় বইতে শুরু করেছে। তাতেই প্রতিক্রিয়া দিল তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, লীনা মণিমেকলাইয়ের তথ্যচিত্র কালীর পোস্টার ঘিরে সমালোচনার রোল উঠেছে। ওই ছবির পোস্টারে দেখা যাচ্ছে মা কালীর বেশে একজন দাঁড়িয়ে আছেন, তাঁর মুখে সিগারেট। তিনি ধূমপান করছেন। মা কালীর এই রূপ হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে বলেও মন্তব্য করছেন অনেকে।