IAS অফিসারের হাতে শ্লীলতাহানির শিকার আইআইটির পড়ুয়া

চাঞ্চল্যকর ঘটনা ঘটল ঝাড়খণ্ডের খুন্তি জেলায়। জানা গিয়েছে, ইন্টার্নশিপ করতে আসা হিমাচল প্রদেশের এক আইআইটি ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে অভিযুক্ত সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)…

Rajasthan: Husband spreads video of wife being gang-raped by relatives

চাঞ্চল্যকর ঘটনা ঘটল ঝাড়খণ্ডের খুন্তি জেলায়। জানা গিয়েছে, ইন্টার্নশিপ করতে আসা হিমাচল প্রদেশের এক আইআইটি ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে অভিযুক্ত সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) সৈয়দ রিয়াজ আহমেদকে হেফাজতে নিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার খুন্তির পুলিশ সুপার (এসপি) আমান কুমার জানান, খুন্তি জেলায় নিযুক্ত এসডিএম এবং ২০১৯ ব্যাচের আইএএস অফিসার সৈয়দ রিয়াজ আহমেদকে আইআইটি হিমাচল প্রদেশ থেকে তার বাড়িতে ইন্টার্নশিপের জন্য আসা এক ছাত্রের শ্লীলতাহানি অভিযোগে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে ২ জুলাই, শনিবার নিজ বাসভবনে নির্যাতিতাকে বলপূর্বক চুম্বন ও অভব্য আচরণের অভিযোগ আনা হয়েছে।

   

 

এসপি বলেন, খুন্তিতে পড়তে আসা আইআইটি পড়ুয়াদের ১ জুলাই এসডিএম রিয়াজ আহমেদ তার সরকারি বাসভবনে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। নির্যাতিতার অভিযোগ, রাতভর পার্টির পর ২ জুলাই সকালে যখন তিনি তাঁর অন্যান্য সহকর্মীদের সঙ্গে এসডিএম-এর বাসভবন থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন আইএএস অফিসার সুযোগ বুঝে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

এরপর মেয়েটি স্থানীয় মহিলা থানায় ঘটনাটি জানায়, কিন্তু সোমবার সন্ধ্যায়, এসডিএমের বক্তব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়, যার পরে অভিযুক্ত রিয়াজ আহমেদকে গতকাল গভীর রাতে পুলিশ হেফাজতে নেয়।

এসপি বলেন, এসডিএম রিয়াজ আহমেদের বিরুদ্ধে মহিলা থানায় আইপিসির ৩৫৪ এবং ৫০৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।