বাংলায় যোজনা কমিশন তৈরীর ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেতাজীর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। রবিবার রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং নেতাজীর পরিবারের সদস্যদের উপস্থিতিতে পালন করা…

নেতাজীর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। রবিবার রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং নেতাজীর পরিবারের সদস্যদের উপস্থিতিতে পালন করা হয় নেতাজীর ১২৫ তম জন্মবার্ষিকী। এদিন বক্তব্য রাখতে গিয়ে মোদী সরকারের প্রতি ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, মোদী সরকার নীতি আয়োগ তৈরি করে যোজনা কমিশন বন্ধ করে দিয়েছে। কেন্দ্রের সমালোচনা করে ঘোষণা করেন, পশ্চিমবঙ্গ সেই যোজনা কমিশন তৈরি করবে, নেতাজীর দেখা স্বপ্ন পূরণ করবে বাংলা। দ্রুতই এই কাজ শুরু করা হবে।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাতিল করেছে ভারত সরকার। এ নিয়ে মুখ্যমন্ত্রী আক্ষেপ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে কারণ জানতে চান। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী চিঠির জবাব দিলেও রাজ্যের কাছে তা সন্তোষজনক মনে হয়নি। এদিনও অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।