Mamata Banerjee: ‘আমাদের চাপেই দিল্লিতে নেতাজী-মূর্তি বসাল কেন্দ্র’

‘আমাদের চাপেই দিল্লিতে নেতাজী-মূর্তি বসাল কেন্দ্র’। ময়দানে এমনটাই বললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার রেড রোডে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhash…

‘আমাদের চাপেই দিল্লিতে নেতাজী-মূর্তি বসাল কেন্দ্র’। ময়দানে এমনটাই বললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার রেড রোডে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhash chandra bose) জন্মজয়ন্তী উদযাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, ‘বাংলা না থাকলে দেশ স্বাধীনতা অর্জন করতে পারত না। আমি এই সত্যে গর্ব বোধ করি। আজ পর্যন্ত আমরা নেতাজীর অবস্থান সম্পর্কে জানি না। কেন্দ্র বলেছিল যে যখন তারা ক্ষমতায় আসবে, তখন তারা এটি নিয়ে কাজ করবে কিন্তু কিছুই হয়নি। সব ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে। আসলে রাজ্যই নেতাজীর সমস্ত ফাইল প্রকাশ করেছে এবং সকলকে সবকিছু জানিয়েছে।’

তিনি বিজেপিকে এক হাত নিয়ে আরও বলেন, ‘বাংলাকে নিয়ে এত অ্যালার্জি কেন কেন্দ্রর? প্রজাতন্ত্র দিবসের জন্য তৈরি বাংলার ট্যাবলো প্রত্যাখ্যান করেছে কেন্দ্র। বাংলা চাপ দিয়েছে বলে আজ দিল্লিতে নেতাজীর মূর্তি বসছে।’ এদিন মমতা টুইট করে লেখেন, ‘দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। জাতীয় স্তরে এবং বিশ্বব্যাপী একজন আইকন তিনি। বাংলা থেকে নেতাজির উত্থান ভারতীয় ইতিহাসে অতুলনীয়। তিনি দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব, ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। নেতাজী সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁর ১২৫তম জন্মবার্ষিকীকে ‘দেশ নায়ক দিবস’ হিসেবে পালন করছে। রাজ্যের প্রোটোকল অনুসরণ করে উপযুক্ত ভাবে এই দিবস পালন করা হচ্ছে।’