SSC Scam: রাতে অর্পিতার ঘরে কেন যেতেন পার্থ? ‘মক্ষীরানি’ আটক

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। আটক মক্ষীরানি তথা পার্থবাবুর বান্ধবী অর্পিতা মুখার্জি। পার্থ…

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। আটক মক্ষীরানি তথা পার্থবাবুর বান্ধবী অর্পিতা মুখার্জি।

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বস্তা ভরে টাকা উদ্ধার করেছে ইডি৷ চারটি মেশিনে রাত থেকে চলছে টাকা গোনার কাজ। টাকার অঙ্ক ২০ কোটি পার করেছে। এত টাকা অর্পিতার কাছে এল কীভাবে? কে এই মহিলা?

সূত্রের খবর, বেলঘড়িয়ার বাসিন্দা অর্পিতা কলেজ জীবনে ছিলেন মডেল৷ এরপর সেখান থেকে ওড়িয়া ছবির সঙ্গে যুক্ত হন তিনি। পরে নাকতলা উদয়ন সংঘের পুজোর এক অনুষ্ঠান থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন৷ জানা গিয়েছে, দক্ষিণ কলকাতা ছাড়াও বেলঘড়িয়াতে অর্পিতার পৈতৃক ভিটে ছাড়াও রয়েছে আলাদা ফ্ল্যাট৷ কলকাতায় তাঁর নামে রয়েছে একাধিক পার্লার৷

গতকাল রাজ্যের ১৩ টি জায়গায় অভিযান চালায় ইডি। সেখানে ছিল না অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নাম। পরে একাধিক তথ্য প্রমাণের সাপেক্ষে অর্পিতার নাম উঠে আসে৷ তখনই অর্পিতার দক্ষিণ কলকাতার আবাসনে হানা দেয় ইডি৷ উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা, সোনার গয়না, জমির দলিল, বিদেশী মুদ্রাও৷

পড়ুন: SSC Scam: মন্ত্রী পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে ‘মুজিব ছাপ’ টাকার থলি, কোটি কোটি টাকার গণনা চলছে

কিন্তু অর্পিতার বাড়িতে কেন যেতেন পার্থ? সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সূত্র মারফত তিনি জানতে পেরেছেন অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে, তাতে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের খাম নজরে এসেছে। এমনকি খামের ওপর অশোকস্তম্ভের ছাপ রয়েছে।

সূত্রের দাবি, লোকসভা ভোটের আগে এই অর্পিতাকে নিয়ে প্রচারে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। সে সময় ওই সাংসদ পদপ্রার্থী তাতে আপত্তি তোলেন। এরপর পার্থবাবু আর ওই প্রার্থীর হয়ে প্রচারই করেননি বলেও দাবি সূত্রের। ইডি সূত্রে খবর, এত বিপুল অঙ্কের টাকা কীভাবে এল? কারা যুক্ত রয়েছে এর সঙ্গে? তা নিয়ে ইডিকে সন্তোষজনক উত্তর দেননি অর্পিতা৷