তিহারে অনশনে বসলেন ইয়াসিন মালিক

এবার তিহার জেলে অনশনে বসলেন কাশ্মীরি নেতা ইয়াসিন মালিক। জানা গিয়েছে, মালিক তার মামলার সুষ্ঠু বিচারের দাবিতে দিল্লির তিহার জেলে অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন…

yasin malik

এবার তিহার জেলে অনশনে বসলেন কাশ্মীরি নেতা ইয়াসিন মালিক। জানা গিয়েছে, মালিক তার মামলার সুষ্ঠু বিচারের দাবিতে দিল্লির তিহার জেলে অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন জেলের কর্মকর্তারা।

নিষিদ্ধ ঘোষিত জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধান দুটি মামলায় ব্যক্তিগত হাজিরা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একটি আবেদন করেছিলেন।

১৯৮৯ সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের কন্যা রুবাইয়া সঈদকে অপহরণ এবং ১৯৯০ সালে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চার কর্মকর্তাকে হত্যার ঘটনায় এই বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে মামলা চলছে। ৫৬ বছর বয়সী মালিক বিশেষ জঙ্গি ও বিঘ্নকারী কার্যক্রম (প্রতিরোধ) আইন (টাডা) আদালতে শারীরিক হাজিরার জন্য সরকারকে চিঠি লিখেছিলেন।

চলতি বছরের ১৯ মে জঙ্গিদের অর্থ সাহায্য  মামলায় জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং ২৫ মে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) বেশ কয়েকটি ধারায় মালিককে দোষী সাব্যস্ত করে আদালত।