Loksabha election 2024:শুভেন্দুকে আইনি নোটিশ পাঠালেন পার্থ ভৌমিক

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে আইনি নোটিশ পাঠালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক। ১০মার্চ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন জিটিএ নিয়ে দুর্নীতি হয়েছে…

suvendu

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে আইনি নোটিশ পাঠালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক। ১০মার্চ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন জিটিএ নিয়ে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে যুক্ত পার্থ ভৌমিক সহ তৃণমূলে আরও অনেকে। পার্থ ভৌমিক আগেই জানিয়েছিলেন এই বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন। সেই কথা মতো আজ বৃহস্পতিবার তিনি আইনজীবী মারফত মানহানির মামলার নোটিশ পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সমাজ মাধ্যমে সেই আইনি নোটিশের ছবি পোস্ট করলেন পার্থ ভৌমিক।

প্রসঙ্গত গত বুধবার দিল্লি যাওয়ার সময় রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করে জিটিএ নিয়োগ নিয়ে তিনি দাবি করেন, ”এই নিয়োগে প্রচুর দুর্নীতি হয়েছে। বিনয় তামাং এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এর সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক যুক্ত।” এরপরেই পার্থ ভৌমিক সংবাদমাধ্যমকে জানান এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। শুধু তাই নয় তিনি আইনের দ্বারস্থ হবেন। সেই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই তিনি আইনি নোটিশ পাঠালেন শুভেন্দুকে অধিকারীকে।

partha suvendu

পার্থ ভৌমিক নৈহাটি বিধানসভার তিন বারের বিধায়ক এবং মন্ত্রী। শুধু তাই নয় নাট্যঅভিনেতা হিসেবে তাঁর বেশ নামডাক আছে। তাঁর সেই ‘ইমেজ’ ক্ষুণ্ণ হয়েছে এমন মন্তব্যে বলে জানা গিয়েছে। এই বক্তব্যে তাঁর সামাজিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। তিনি এইবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী, তাই এই বিষয়ের গুরুত্ব তুলে ধরে দাবি করা হচ্ছে এতে ভোটের প্রভাব পড়তে পারে। আগামী পাঁচ দিনের মধ্যে এই বক্তব্যের জন্য সামাজিক ভাবে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে।