Kashmir: কাবুলে মার্কিন সেনার ফেলে যাওয়া অস্ত্র নিয়ে জঙ্গিরা আসছে কাশ্মীরে

আফগানিস্তান (Afganistan) ছেড়ে চলে গিয়েছে আমেরিকান সেনা। যাওয়ার সময় ফেলে রেখে গিয়েছিল কিছু অস্ত্র। এখন যা জঙ্গিদের হাতে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওর পর এমন জল্পনাই…

আফগানিস্তান (Afganistan) ছেড়ে চলে গিয়েছে আমেরিকান সেনা। যাওয়ার সময় ফেলে রেখে গিয়েছিল কিছু অস্ত্র। এখন যা জঙ্গিদের হাতে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওর পর এমন জল্পনাই শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ, সম্প্রতি নেট মাধ্যমে এক ভিডিও দেখা গিয়েছে। দেখা যাচ্ছে জঙ্গিদের হাতে উন্নত বন্দুক, অস্ত্র। তাদের নিশানায় কাশ্মীর (Kashmir)। পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট নামের এক গোষ্ঠী এই ভিডিওটি প্রকাশ করেছে। ফুটেজে দেখা গিয়েছে, তাদের হাতে রয়েছে এম২৪৯ অটোমেটিক রাইফেল, ৫০৯ ট্যাক্টিকাল গান এবং এম৪ কার্বাইন রাইফেল।

সম্প্রতি জম্মু-কাশ্মীরে ছয় জঙ্গি নিকেশ হয়েছে ভারতবর্ষের সেনাবাহিনীর গুলিতে। মৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল একাধিক এম৪ রাইফেল। আমেরিকা আফগান ভূমি ছেড়ে যাওয়ার পরেই দেখা দিয়েছিল আশঙ্কা। অস্ত্র বেহাত হতে পারে এমনটা মনে করেছিলেন অনেকে। সম্প্রতি এই ভিডিও এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় সেই ভাবনা আরও পোক্ত হয়েছে। তালিবানরা হয়তো বিক্রি করেছে মার্কিনি অস্ত্র।

অনুমান, তালিবানদের হাত ঘুরে উন্নত সেই সব হাতিয়ার আসছে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি দলের কাছে। সর্বপরি পাচার হচ্ছে কাশ্মীর উপত্যকার কাছে৷ অস্ত্র পাচারের ক্ষেত্রে ড্রোন কাজে লাগানো হচ্ছে এমন সম্ভাবনাও রয়েছে। নিরাপত্তাবাহিনীর কাছে খবর, উপত্যকার আশেপাশে থাকতে পারে ৮৫ জন জঙ্গি। যারা প্রত্যেকেই অন্য দেশের। হাতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মারণ রাইফেল।