Howrah: আনিস খানের জখম ভাইকে দেখতে গিয়ে হাসপাতালে মীনাক্ষীর অগ্নিমূর্তি

আনিস খানের (Anis Khan) মৃত্যুর ঘটনায় অন্যতম সাক্ষী তার ভাই সলমন খানকে খুনের চেষ্টা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া (Uluberia) হাসপাতালে ভর্তি রয়েছে সলমন। রবিবার তার…

আনিস খানের (Anis Khan) মৃত্যুর ঘটনায় অন্যতম সাক্ষী তার ভাই সলমন খানকে খুনের চেষ্টা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া (Uluberia) হাসপাতালে ভর্তি রয়েছে সলমন। রবিবার তার সঙ্গে দেখা করতে হাওড়ায় (Howrah) উপস্থিত হন সিপিআইএম (CPIM) যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee)।কিন্তু সুপারের দেখা না পেয়ে সেখানেই সুর চড়ান বাম নেত্রী।

মীনাক্ষীর বার্তা, সুপার দিনের পর দিন ছুটি নিয়ে থাকতে পারেনা। হাসপাতাল রোগী দেখার নানা ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থা নিয়ে কার কাছে যাবে? ওয়ার্ড মাস্টার,সুপার ফোন ধরছেনা। আনিস খানের খুনের সাক্ষীএকটা ছেলেকে কুপিয়ে খুন করার চেষ্টা হয়েছিল সেই ছেলেটা হাসপাতালে ভর্তি রয়েছে। সুপার একবার আসবে না কি কাজে ব্যস্ত রয়েছে?

তিনি বলেন, কাল থেকে নির্দিষ্ট সময়ে উলুবেড়িয়া হাসপাতালে সুপারকে বসতে হবে৷ রোগীর জন্য উনি রোগীর বাইরে উনি নয়৷ কাল থেকে কখন সুপার বসতে সেটা সুপারের ঘরের বাইরে ভিজিটিং আওয়ার লিখে দেবেন। সেই সময় আসব। একা আসব কথা বলে যাব। হুজ্জুতি করতে আসিনি৷ পেশেন্টের বিষয়ে কথা বলতে এসেছিলাম।

তাঁর প্রশ্ন, কোন রিপোর্টের ভিত্তিতে সকালে উনি ছুটি নিয়েছিলেন? হাওয়াতে প্রশাসন চালালে হবে না৷ সুপারের ঘরের বাইরে ভিজিটিং আওয়ারস লিখতে হবে। একা সলমন খান নয়, এত এত রোগী রয়েছে, আমরা তাঁদের কথা বলতে এসেছি।

উল্লেখ্য, শুক্রবার আনিস মৃত্যুর ঘটনায় অন্যতম সাক্ষী সলমন খানের ওপর মর্মান্তিক হামলা চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন সলমন৷ আনিস খানের বাবা সালেম খানের দাবি, সলমন আনিস হত্যার মূল সাক্ষী তাকে সরাতেই হামলা চালানো হয়েছে৷ বারবার নিরাপত্তা চেয়েও নিরাপত্তা দেয়নি প্রশাসন৷ রবিবার বাম ছাত্র যুবদের নেতৃত্বে চলে থানা ঘেরাও কর্মসূচি।