Queen Elizabeth: এলিজাবেথের কফিনবন্দি দেহ নিয়ে শোকযাত্রা, চলছে রাজ্যাভিষেক প্রস্তুতিও

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth) কফিনবন্দি দেহ নিয়ে শোকযাত্রা চলছে। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেল থেকে রানির কফিন এসে পৌঁছাল এডিনবার্গে৷ হাজারো মানুষ শামিল হলেন…

Queen Elizabeth coffin

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth) কফিনবন্দি দেহ নিয়ে শোকযাত্রা চলছে। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেল থেকে রানির কফিন এসে পৌঁছাল এডিনবার্গে৷ হাজারো মানুষ শামিল হলেন রানিকে বিদায় জানাতে। ১৯ সেপ্টেম্বর লন্ডনে শেষকৃত্য সম্পন্ন হবে রাষ্ট্রীয় মর্যাদায়।

সোমবার এডিনবার্গে হলিরুড হাউস ক্যাসেলে রাখা হবে রানির মরদেহ৷ এরপর দ্বিতীয় এলিজাবেথের দেহ যাতে সেন্ট গিলস ক্যাথিড্রালে নিয়ে যাওয়া হবে মরদেহ৷ সোমবার সেখানে থাকবেন পুত্র তথা হবু রাজা তৃতীয় চার্লস৷ সেখান থেকে রানি দেহ নিয়ে যাওয়া হবে সোজা লন্ডনে। দেশ ও বিদেশ থেকে আগত প্রত্যেক মানুষ রানিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন৷ উপস্থিত থাকবেন একাধিক দেশের রাষ্ট্রনেতারা৷

দীর্ঘ ৭০ বছর ধরে সিংহাসনে বসে বর্ণময় ভূমিকা পালন করেছে৷ রানি দ্বিতীয় এলিজাবেথ। গত কয়েকমাস ধরেই শারীরিক অবনতি হচ্ছিল রানি দ্বিতীয় এলিজাবেথের৷ গত বৃহস্পতিবার বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ সেখান থেকে ৬ ঘন্টার পথ অতিক্রম করে নিয়ে আসা হয়েছে রানির মরদেহ৷ যাত্রাপথে শোকাতুর তাঁর অনুরাগীরা৷ মৃত্যুকালে রানি তার বয়স হয়েছিল ৯৬ বছর৷ তার সুদীর্ঘ বৈচিত্র্যময় রাজ্যকালে একাধিক দেশ পরিচালিত হয়েছিল রানির অধীনে। ১৯৪৭ সালে তিনি গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি। তার প্রয়াণে রাজপাট সামলাবেন চার্লস।