Emami East Bengal : লাল-হলুদ শিবিরে একাধিক ফুটবলারের ভাগ্য ফেরার সম্ভাবনা

ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে বাকি বড়জোর এক মাস বাকি। তার আগে রয়েছে কলকাতা ফুটবল লিগ। এই দুই টুর্নামেন্টে ডুরান্ড কাপের পুনরাবৃত্তি নিশ্চই চাইবে না…

Emami East Bengal

ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে বাকি বড়জোর এক মাস বাকি। তার আগে রয়েছে কলকাতা ফুটবল লিগ। এই দুই টুর্নামেন্টে ডুরান্ড কাপের পুনরাবৃত্তি নিশ্চই চাইবে না ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)।

সপ্তাহের প্রথম দিন থেকে মাঠে ফিরছেন প্রধান কোচ স্টিফেন কনস্টানটাইন। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সাত দিন নিভৃতবাসে থাকার পর এখন সুস্থ বলেই তিনি জানিয়েছেন। তাঁর অনুপস্থিতিতেও অবশ্য জোর কদমে অনুশীলন করেছে লাল হলুদ শিবির।

   

জানা গিয়েছে, নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। স্কোয়াডের প্রথম দলের বিরুদ্ধে খেলতে পারে রিজার্ভ দল। সিনিয়র দলের বিরুদ্ধে ভালো খেলতে পারলে শিকে ছিঁড়তে পারে রিজার্ভ দলের কোনো ফুটবলারের। তাই আপাতভাবে এই ম্যাচ গুরুত্বহীন হলেও ক্লাবের কিংবা লাল হলুদ সমর্থকদের দিক থেকে গুরুত্ব থাকতে পারে।

ভারতীয় ফুটবলারদের পাশাপাশি নজরে থাকবেন বিদেশি ফুটবলাররাও। বেশ কয়েক দিন হল তাঁরা অনুশীলন করছেন। একাধিক ম্যাচ খেলেছেন। আগামী দিনে আরও ভালো মানের ফুটবল তাঁদের কাছ থেকে আশা করছেন ক্লাব ও সমর্থকরা।