মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে অভিষেক শ্যালিকা মেনকা, কারণ কী?

শনিবার ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা দিতেই কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর৷ কিন্তু তাঁর যাত্রায় বাধা দেওয়ার…

শনিবার ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা দিতেই কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর৷ কিন্তু তাঁর যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে৷ সেদিনেই তাঁকে সমন ধরানো হয়েছিল৷ কিন্তু রবিবার গভীর রাতে চরম নাটকীয়তা৷ রাতেই সিজিও কম্পলেক্সে উপস্থিত হন মেনকা৷

জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ১২ টা নাগাদ তাঁকে তলব করা হয়েছিল৷ সমনে সময়ের ক্ষেত্রে এএম উল্লেখ করা ছিল। সেইমতো সময়ের আগেই পৌঁছে যান তিনি৷ কিন্তু গিয়ে দেখেন সিজিও কম্পলেক্স বন্ধ৷ মেনকা বলেন, তাঁকে ডাকা হয়েছিল বলেই তিনি এসেছে৷ সিজিও কমপ্লেক্সে তখন কোনও অফিসার না থাকায় বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়৷ ১০ মিনিট পর সিজিও কমপ্লেক্স ছেড়ে বাড়ি চলে যান তিনি৷

   

সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে মেনকা জানান, আমাকে ডাকা হয়েছিল। আমি এসেছিলাম। কিন্তু ভিতরে কোনও ইডি অফিসার না থাকার কারণে আমি ফিরে যাচ্ছি। রাত ১২ টায় কেন মেনকাকে তলব? কেনই বা অফিসাররা উপস্থিত ছিলেন না৷ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

উল্লেখ্য, কয়লাপাচার মামলায় এর আগে TMC সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা ও শ্যালিকা মেনকাকে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান মেনকা। গত শনিবার ব্যাঙ্কক যাওয়ার পথে তাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে৷ সেই সময় মেনকাকে জানানো হয়, যেহেতু তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ রয়েছে, তাই তিনি বিদেশে যেতে পারবেন না৷