কুন্তলের চিঠি প্রসঙ্গে প্রেসিডেন্সি জেল হাসপাতালের চিকিৎসককে তলব CBI-এর

নিয়োগ দুর্নীতি কাণ্ডের পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এবার প্রেসিডেন্সি জেল হাসপাতালের এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করল সিবিআই। জানা যাচ্ছে, গ্রেফতার…

kuntal ghosh

নিয়োগ দুর্নীতি কাণ্ডের পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এবার প্রেসিডেন্সি জেল হাসপাতালের এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করল সিবিআই।

জানা যাচ্ছে, গ্রেফতার কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গেই এই জিজ্ঞাসাবাদ। আগামী সোমবার প্রেসিডেন্সি জেল হাসপাতালের চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে সিবিআই অফিসে।

বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি ইতিমধ্যেই শোরগোল ফেলেছে রাজনীতিতে। এর আগে এই চিঠি প্রসঙ্গে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ডেকে পাঠানো হল প্রেসিডেন্সি জেল হাসপাতালের এক চিকিৎসককে।

সূত্রের খবর, কুন্তল ঘোষ প্রেসিডেন্সির জেল হাসপাতাল থেকে কোনো সুবিধা পেয়েছিল কি না বা তার কোনো চিকিৎসা হয়েছিল কি না সেই সব বিষয়গুলি ওই চিকিৎসকের থেকে জানতে চাওয়া হবে।

উল্লেখ্য, কুন্তল ঘোষের অভিযোগ, নেতাদের নাম বলানোর জন্য সিবিআই তার উপর চাপ দিয়েছে। তার উপর শারীরিক অত্যাচার করা হয়েছে। সেই নিয়ে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছিলেন কুন্তল।

আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল, অন্ডকোষ চেপে ধরা হলে, তিনি হাসতে পারেন কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।
এর জন্য মেডিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছিল নির্দেশনামায়।