Wednesday, November 29, 2023
HomePoliticsBirbhum: অনুব্রতর উপরে কৃতজ্ঞতা থাকা উচিৎ, ভোল বদলালেন 'লাল পান বিবি' শতাব্দী

Birbhum: অনুব্রতর উপরে কৃতজ্ঞতা থাকা উচিৎ, ভোল বদলালেন ‘লাল পান বিবি’ শতাব্দী

অনুব্রত-শতাব্দী আদায় কাঁচকলা সম্পর্কের ইতি? এমনই প্রশ্ন বীরভূম থেকে রাজ্যে ছড়াল। পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বীরভূমের (Birbhum) সাংসদ শতাব্দী রায়ের গলায় এবার অনুব্রত মণ্ডলের জন্য কৃতজ্ঞতা উপচে পড়ল। গত লোকসভা ও বিধানসভা ভোটের সময় দুজন ছিলেন দুই মেরুতে। পঞ্চায়েত ভোটের আগে দলীয় জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কৃতজ্ঞতা জানালেন শতাব্দী রায়।

   

তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার তদন্তে দিল্লির তিহার জেলে বন্দি। অনুব্রত বন্দি থাকলেও জেলায় শতাধিক পঞ্চায়েত আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। তবে ভোটে বাকি আসনে কড়া লড়াই হবে বলে জানাচ্ছে বাম ও বিজেপি দুপক্ষ।

এদিকে দলীয় প্রচারে সাংসদ শতাব্দী রায় বলেছেন, মানুষটার জন্য কৃতজ্ঞতা থাকা উচিত। তাঁর এই মন্তব্যে শোরগোল পড়েছে। কারণ এর আগে শতাব্দী রায় বারবার অনুব্রত মণ্ডলকে নিয়ে ইঙ্গিতে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন। দল ছাড়তে পারেন বলে ইঙ্গিত দেন। পরে নিজের অবস্থান থেকে সরে আসেন তিনি।

Latest News