Weather: নিম্নচাপের জেরে শনিবার থেকে নামছে বৃষ্টি

ফের দুর্যোগের আশঙ্কা রাজ্যজুড়ে। আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে, শুক্রবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ…

ফের দুর্যোগের আশঙ্কা রাজ্যজুড়ে। আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে, শুক্রবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। শনিবার বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের (North Bengal) কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে।

এর আগে গত দুদিন লাগাতার বৃষ্টি নামে রাজ্যজুড়ে। বিক্ষিপ্ত বৃষ্টি নামে কলকাতা শহরজুড়েও। যার ফলে কিছুটা হলেও কাটফাটা গরম থেকে মুক্তি পান মানুষ। তবে মঙ্গলবার থেকে যে কে সেই পরিস্থিতি। বেলা বাড়লে বাড়ি থেকে বেরনোই দায় হয়ে ওঠে। বজায় রয়েছে আদ্রতাজনিত পরিস্থিতি।