নতুন রেকর্ড গড়তে চলেছে গঙ্গাসাগর মেলা, মৃত্যু দুই পুণ্যার্থীর

গঙ্গাসাগর: এবার গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় নতুন রেকর্ড গড়তে চলেছে৷ ইতিমধ্যে বুধবার মেলা শুরু হওয়ার পর থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৪৫ লক্ষ পুণ্যার্থী এসেছেন৷…

গঙ্গাসাগর: এবার গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় নতুন রেকর্ড গড়তে চলেছে৷ ইতিমধ্যে বুধবার মেলা শুরু হওয়ার পর থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৪৫ লক্ষ পুণ্যার্থী এসেছেন৷ সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ তাই এই ২০২৪-এ ফি বছরের রেকর্ড ভেঙে দিতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন৷

এতো ভিড়ের মধ্যে ঘটে গেল বিপত্তি৷ গঙ্গাসাগর মেলায় এসে প্রাণ হারালেন দুই পুণ্যার্থী৷ দুজনেই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ উত্তরপ্রদেশের বইরা এলাকার বাসিন্দা প্রহ্লাদ সিং (৬৯) ও অপরজন রাজস্থানের দোওসা এলাকার এক বাসিন্দা মোহনলাল প্রজাপতি (৫৭)৷

জানা গিয়েছে, শুক্রবারই নামখানা ফেরিঘাটে এসে পৌঁছেছেন প্রহ্লাদ সিং৷ তখনই অসুস্থবোধ করেন তিনি৷ ফেরিঘাটে কর্তব্যরত পুলিশকর্মীরা প্রহ্লাদকে উদ্ধার করে নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ সেখানে চিকিৎসা শুরু হয় তাঁর৷ কিন্তু অবস্থার অবনতি ঘটায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় উত্তরপ্রদেশের বাসিন্দা প্রহ্লাদের৷

অপরদিকে, রাজস্থানের বাসিন্দা মোহনলাল প্রজাপতি গঙ্গা স্নান করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই প্রাথমিক চিকিৎসায় জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন৷ এরপর সেখান থেকে তাঁকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুই ভিন রাজ্যের তীর্থযাত্রীদের মৃতদেহগুলি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ মৃতদেহগুলিকে সৎকার করার জন্য সমস্ত রকম সাহায্যর আশ্বাস দেয়া হয়েছে প্রশাসনের তরফে৷ মেলা প্রাঙ্গণে রয়েছে ৩৪টি ওয়াচ টাওয়ার৷ ৪ হাজার পুলিশ কর্মীর পাশাপাশি ২৪০০ সিভিল ডিফেন্সের কর্মীকে মোতায়ন করা হয়েছে৷