Stephen Constantin: কবে থেকে ফিরছেন স্টিফেন? জেনে নিন

করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। আশা করা হয়েছিল অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে ফিরে আসবেন কোচ স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine)। শেষ পর্যন্ত সেটাই…

stephen Constantine

করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। আশা করা হয়েছিল অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে ফিরে আসবেন কোচ স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine)। শেষ পর্যন্ত সেটাই হতে চলেছে।

প্রধান কোচ স্টিফেন কনস্টানটাইন এবং বিনো জর্জ দুজনেই করোনা আক্রান্ত বলে জানা গিয়েছিল। যদিও ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে পাকাপাকিভাবে কিছু না বলায় জল্পনা ছিল শুরুর দিকে। পরের জর্জের ব্যাপারেও পাওয়া গিয়েছিল আপডেট। স্টিফেন নিজের ব্যাপারে আপডেট দিয়েছেন। সামাজিক মাধ্যমে বলেছেন, “করোনা পজিটিভ হওয়ার পর সাত দিন নিভৃতবাসে ছিলাম। এটা বলতে পেরে খুব ভালো লাগছে যে আমি কালকে থেকেই কাজে ফিরতে পারবো।”

দুই কোচ না থাকলেও থেমে নেই দল। উন্নত ভেস্টের সাহায্যে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধির দিকে নজর রাখছেন সহকারী প্রশিক্ষকরা। সম্প্রতি ফুটবলারদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য লাগাতার অনুশীলন হয়েছে লাল হলুদ শিবিরে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে সিচ্যুয়েশনাল ট্রেনিং।

ফিটনেসের পাশাপাশি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় ফুটবলারদের। দ্রুত মুভমেন্টের সাহায্যে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা দেওয়ার পরিকল্পনা গড়ার অন্যতম ধাপ। এটার জন্য শারীরিক সক্ষমতা বা ফিটনেস ভালো মানের হওয়া প্রয়োজন। তাই ইস্টবেঙ্গল যে ধাপে ধাপে এগোতে চাইছে সে কথা বলা যেতে পারে।