Mohun Bagan: ফিটনেসের উপর বাড়তি নজর, কোন ছকে মাচিন্দ্রা বধ করবে বাগান?

এবারের কলকাতা ডার্বিতে পরাজিত হওয়ার ফলে কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস।

Joy Mohun Bagan

এবারের কলকাতা ডার্বিতে পরাজিত হওয়ার ফলে কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। দিমিত্রি পেট্রতোস থেকে শুরু করে হুগো বুমোসের পাশাপাশি অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু দলে থাকলেও খুব একটা প্রভাব দেখা যায়নি।

আসলে এখনো পর্যন্ত তারা যে কেউ ম্যাচফিট নন তা সহজেই বুঝতে পেরেছে সকলে। তবে এবার সেই ব্যর্থতা দূরে ঠেলে এএফসি কাপের ম্যাচে ভালো ফল করাই অন্যতম লক্ষ্য বাগান কোচ হুয়ান ফেরেন্দোর। তাই দলের পুরোনো ফুটবলারদের পাশাপাশি নয়া তারকা তথা আর্মান্দো সাদিকু ও জেসন কামিন্সকে নিয়ে বিশেষ অনুশীলন করান তিনি।

   

তবে দলের সিংহভাগ ফুটবলারদের ফিটনেস ট্রেনিংয়ের উপরেই দেওয়া হতে থাকে বাড়তি নজর। গোটা নব্বই মিনিট মাঠে দাপিয়ে বেড়াতে যাতে কোনো রকমের সমস্যা না দেখা দেয়, সেইমতো যথেষ্ট গুরুত্ব দিয়ে চলে অনুশীলন। পাশাপাশি দলের দুই উইংকে ও যথেষ্ট ভালোভাবে ঝালিয়ে নেন এই স্প্যানিশ কোচ। আগামীকালের ম্যাচে মাচিন্দ্রা দলের তরফ থেকে রক্ষনাত্মক ফুটবল খেলা হলেও সুযোগ মতো তাতে ফাঁটল ধরিয়ে দলের হয়ে গোল তুলে আনাই অন্যতম লক্ষ্য থাকবে বাগান শিবিরের এক কথায় বলতে গেলে ঘনঘন আক্রমণই মূল অস্ত্র হতে চলেছে সবুজ-মেরুন শিবিরের।

গতকাল সাংবাদিক বৈঠক করে মাচিন্দ্রা দলের এক তারকা বলেছিলেন, মোহনবাগান দলকে রুখতে নাকি রক্ষনাত্মক ফুটবলের দিকেই নজর দেবেন তারা। তবে আজ সকালে তাদের দলের সঙ্গে আরেক তারকা ফরোয়ার্ড অনুশীলনে যোগ দেওয়ায় যেন বাড়তি অক্সিজেন এসেছে নেপালের এই দলে। তবে আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্য দিয়ে শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।