Mohun Bagan: এএফসি কাপে মোহনবাগান ম্যাচ দেখা যাবে ‍‘বিনামূল্যে’, জানুন কীভাবে

এই নয়া ফুটবল মরশুমের শুরু থেকেই একের পর এক চমক দিয়ে আসছে মোহনবাগান (Mohun Bagan ) সুপারজায়ান্টস।

Mohun Bagan, AFC Cup

এই নয়া ফুটবল মরশুমের শুরু থেকেই একের পর এক চমক দিয়ে আসছে মোহনবাগান (Mohun Bagan ) সুপারজায়ান্টস। গত বছর সকলকে টেক্কা দিয়ে হিরো আইএসএল চ্যাম্পিয়ন হলেও একজন দক্ষ স্ট্রাইকারের অভাব শুরু থেকেই অনুভব করেছে সবুজ-মেরুন। হুগো বুমোস থেকে শুরু করে দিমিত্রি পেট্রতোসের মতো তারকা ফুটবলাররা দলে থাকলেও আদতে স্ট্রাইকার ছিলেননা তারা কেউ।

তাই দক্ষ স্ট্রাইকারের অভাব যথেষ্ট ভুগিয়েছে তাদের। তাই সেই সমস্যার সমাধানের জন্যই এবার অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। পাশাপাশি আনা হয়েছে ইউরোপা লিগ কাপানো ফুটবলার আর্মান্দো সাদিকুকে। যা নিঃসন্দেহে বড়সড় চমক।

   

তবে এবারের ডুরান্ড ডার্বিতে এই দুই তারকা ফুটবলার খুব একটা সফল না হলেও এবারের এএফসি কাপে তাদের দিকেই তাকিয়ে রয়েছে আপামর সবুজ-মেরুন জনতা। সেইমতোই এই তারকা ফুটবলারদের নিয়ে বিশেষ অনুশীলন চালিয়েছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। এবার শুধু মাঠে নামার অপেক্ষায় দুই তারকা। তবে এখানেই শেষ নয়। এবার আরও এক চমকের সাক্ষী থাকল সবুজ-মেরুন জনতা। এবার মোহনবাগান সুপারজায়ান্টস দলের অফিসিয়াল পেজ থেকেই দেখা যাবে এএফসি কাপের লাইভ ম্যাচ।

হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঘনটাকয়েক আগে ঠিক এমন ঘোষনাই করা হয়েছে তাদের তরফে। সেইমতো চ্যানেল সাবস্ক্রাইব করার পর বিশেষ কিউআর কোডের ব্যাবস্থা ও করা হয়েছে। সেই অনুযায়ী, মাসে নাকি ১৬০ টাকা খরচ করতে হবে মেরিনার্সদের। যা নিয়ে রীতিমতো বিতর্ক দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে।